কাঁদছে মানবতা! অনাহার-অপুষ্টিতে কেন এত শিশুর মৃত্যু গাজা উপত্যকায় ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-যুদ্ধবিধ্বস্ত গাজা ৷ ইজরায়েলি হানায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মধ্য়প্রাচ্য়ের এই ভূখণ্ড ৷ ইজরায়েলি সেনার হামলার মধ্যে অনাহার এবং অপুষ্টিজনিত কারণে গত 3 দিনে 21টি শিশুর মৃত্যু হয়েছে ৷ মঙ্গলবার এমনটাই জানাল গাজার সর্ববৃহৎ হাসপাতালের কর্তৃপক্ষ ৷ ইজরায়েলের লাগাতার হানায় ত্রাণ সংগ্রহ করার সময়ও প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন গাজার বহু মানুষ ৷ এই মুহূর্তে দু’লক্ষেরও বেশি মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাদ্য সামগ্রির অভাবে ভুগছেন ৷ ফলে, শিশুদের মধ্যে অনাহার এবং অপুষ্টিজনিত সমস্যা ক্রমশ বেড়েই চলেছে ৷

আল-শিফা মেডিক্যাল কমপ্লেক্সের ডিরেক্টর মহম্মদ আবু সালমিয়া বলেন, “গাজার বিভিন্ন এলাকায় অনাহার এবং অপুষ্টির কারণে তিনদিনে 21টি শিশুর মৃত্যু হয়েছে ৷ ” পরিস্থিতি একই রকম থাকলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি ৷ মঙ্গলবার এক ভাষণে গাজার বর্তমান পরিস্থিতিকে ‘হরর শো’ বলে বর্ণনা করেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ৷ তাঁর মতে, সাম্প্রতিক সময়ে গাজায় যে পরিমাণ মৃত্যু ও ধ্বংসের ঘটনা ঘটেছে, তার কোনও নজির নেই ৷

ISRAEL HAMAS WAR

ক্ষুদার্থ শিশু (এপি)

উল্লেখ্য, যুদ্ধবিরতির সময়সীমা আরও 6 সপ্তাহ বাড়ানোর আলোচনা ভেস্তে যাওয়ার পর গত 2 মার্চ থেকে গাজাকে অবরুদ্ধ করে দেয় ইজরায়েল ৷ অবশেষে মানবতার খাতিরে মে মাসের শেষদিকে ত্রাণ সামগ্রির ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হয় ৷ তবে, যুদ্ধবিরতির সময়ে মজুত রাখা ত্রাণ ধীরে ধীরে শেষ হয়ে গিয়েছে ৷ ভয়ঙ্কর এই পরিস্থিতির মধ্যে গাজায় ত্রাণ বিতরণ করছে রাষ্ট্রসংঘ ৷ সেখানেও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ রাষ্ট্রসংঘ কর্মীদেরও আক্রমণ করা হয়েছে ৷

এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় অনলাইনে একটি ভিডিয়ো পোস্ট করেন ইজরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাব শোশানি ৷ তাঁর দাবি, “গাজার সীমান্তে ত্রাণ নিয়ে 950টি ট্রাক অপেক্ষা করছে ৷ আন্তর্জাতিক সংস্থাগুলিকে সেই ত্রাণ সংগ্রহ করে বিতরণ করতে হবে ৷ মানবতার খাতিরে যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষগুলির জন্য ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে ইজরায়েল ৷”

ISRAEL HAMAS WAR

খাদ্য সামগ্রি ত্রাণের অপেক্ষায় গাজার সাধারণ মানুষ (এপি)

মার্কিন বিদেশ দফতরের তরফে জানানো হয়েছে, গাজায় নিয়মিত সাহায্য পৌঁছে দেওয়ার পথ প্রশস্থ করার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে আলোচনার জন্য যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফ ৷ যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি সেদেশের তরফে ৷ পাশাপাশি সম্প্রতি হোয়াইট হাউজের এক মুখপাত্র জানান, ট্রাম্প চান অবিলম্বে শান্তি ফিরে আসুক ৷ তবে বিষয়টি বেশ জটিল বলেই মনে করছে ট্রাম্প প্রশাসন ৷

আরও পড়ুন:- এখন থেকে ভিসা ছাড়াই ভারত থেকে যাওয়া যাবে ৫৯ টি দেশে, তালিকাত কোন কোন দেশ ? দেখে নিন

আরও পড়ুন:- বড় উদ্যোগ কেন্দ্রের। ১০ গ্রাম হলমার্ক যুক্ত সোনা পাবেন ৪০ হাজার টাকারও কমে।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন