Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- প্রতি বছর মাগশীর্ষ মাসে, বিবাহ পঞ্চমীর উত্সব শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয়। এই বছর বিবাহ পঞ্চমীর উত্সব পালিত হবে আগামী ২৮ নভেম্বর। কথিত আছে এই দিনে অযোধ্যার রাজা ভগবান শ্রী রাম ও জনক দুলারি মা সীতার বিয়ে হয়েছিল। বিবাহ পঞ্চমী ভগবান শ্রী রাম এবং মা সীতার বিবাহের বার্ষিকী হিসাবে পালিত হয়। কিন্তু এই দিনটিকে বিবাহের মতো শুভ কাজের জন্য শুভ বলে মনে করা হয় না, কারণ ভগবান রামের সঙ্গে বিবাহের পর মা সীতাকে তাঁর জীবনে অনেক দুঃখ-কষ্টের সম্মুখীন হতে হয়েছিল। অন্যদিকে শাস্ত্র মতে এই দিনে বিয়ে না করা হলেও বিবাহ পঞ্চমীতে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে দাম্পত্য জীবনে সুখ ও মাধুর্য আসে। আসুন জেনে নেওয়া যাক বিবাহ পঞ্চমীতে সুখী দাম্পত্য জীবন এবং কাঙ্খিত জীবনসঙ্গী পেতে কী করা উচিত।
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
নিজের কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পাওয়ার উপায়
প্রেমের বিয়েতে কোনো বাধা থাকলে বিবাহ পঞ্চমীর দিনে মা সীতার চরণে শৃঙ্গারের উপকরণ অর্পণ করে কাঙ্খিত জীবনসঙ্গী পাওয়ার প্রার্থনা করুন। অতঃপর পরের দিন কোন বিবাহিত মহিলাকে এই সামগ্রী দান করুন। শীঘ্রই প্রেম বিবাহের সম্ভাবনা তৈরি হবে।
সফল বিবাহিত জীবনের প্রতিকার
কোনো কারণ ছাড়াই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে বিবাহ পঞ্চমীর দিন স্বামী-স্ত্রী মিলে রামচরিতমানস বর্ণিত রাম-সীতার কাহিনী পাঠ করেন। এটা বিশ্বাস করা হয় যে বিবাহিত জীবনে মধুরতা আসে রামচরিতমানস পাঠ করলে।
দাম্পত্য জীবনের সমস্ত প্রতিবন্ধকতা দূর করতে
বিবাহযোগ্য যুবক বা যুবতীর বিবাহে সমস্যা দেখা দিলে বা সম্পর্ক দৃঢ় হওয়ার পরও যদি কোনো সম্পর্ক ভেঙে যায়, তবে সেই সম্পর্ক জোড়া লাগাতে বিবাহ পঞ্চমীর দিন রাম-সীতার বিবাহ উত্সব পালন করুন, বিধি মেনে রাম-সীতার বিবাহের আয়োজন করুন । এই কাজটি করলে কুণ্ডলিতে বিবাহ সংক্রান্ত দোষ থাকলে সেই দোষের অবসান হয়।
আরো পড়ুন :- স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে
আরো পড়ুন :- কোন দিকে মাথা রেখে ঘুমানো শুভ ? দেখুন সঠিক বাস্তু টিপস
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)