Bangla News Dunia, Pallab : কাজি, দারুল বা শরিয়া আদালতকে মান্যতা দেয় না সংবিধান। এক মামলার শুনানিতে স্পষ্ট একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই ধরনের আদালতের সিদ্ধান্ত আইনতভাবে লাগু হতে পারে না বলেও স্পষ্ট করেছে শীর্ষ আদালত।
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়
ভরণপোষণ সংক্রান্ত মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। হাইকোর্ট এই ধরনের খাপ আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে মহিলাকে ভরণপোষণ না দেওয়ার সিদ্ধান্তে সম্মতি দেয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন মহিলা।
বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি আহসানুদ্দিন আমানুতুল্লার বেঞ্চ জানিয়েছে, এই ধরনের শরিয়া আদালত ও ফতোয়ার কোনও আইনি অনুমোদন নেই। বিচারপতি আমানুতুল্লা জানান, কাজি, দারুল বা শরিয়া আদালত নাম যাই হোক না কেন, সাংবিধানিকভাবে তাদের কোনও আইনি মর্যাদা নেই। মহিলার পক্ষে রায় দিয়ে আদালত জানিয়েছে, মামলাকারীর আবেদনের দিন থেকে ভরণপোষণ বাবদ প্রতি মাসে ৪ হাজার টাকা করে দিতে হবে তাঁর প্রাক্তন স্বামীকে।
আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য