কাজের প্রতি নিষ্ঠা, পূর্ব রেলের আরপিএফের দুই কর্মী পাচ্ছেন রাষ্ট্রপতি পদক

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পূর্ব রেলওয়ের জন্য একটা গর্বের মুহূর্ত। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রেলওয়ে সুরক্ষা বাহিনী বা আরপিএফের (RPF) দুই কর্মী পাচ্ছেন রাষ্ট্রপতি পদক। তাঁরা হলেন শ্যামলেন্দু ভূষণ চন্দ ও অমিত কুমার মালিক।

আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR

শ্যামলেন্দু ভূষণ চন্দ সহকারী উপ-পরিদর্শক, শিয়ালদা ডিভিশনে এএসআই বা সহকারী সাব ইন্সপেক্টর ও অমিত কুমার মালিক আসানসোল ডিভিশনে হেড কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তাদেরকে দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির মেধা স্বত্ব পদক (এমএসএম) প্রদান করা হয়েছে।

এই মর্যাদাপূর্ণ সম্মান তাদের ব্যতিক্রমী নিষ্ঠা, নিজের কাজের প্রতি কর্তব্য পালনের পুরষ্কার। নয়াদিল্লির আরপিএফের ডিজি বা ডিরেক্টর জেনারেল এবং অমিয় নন্দন সিনহা পুরষ্কারপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন