কাজে যোগ দেবেন কারা ? ডিআইদের কাছে পৌঁছে গেল ‘যোগ্য’ শিক্ষকদের তালিকা

By Bangla News Dunia Dinesh

Published on:

job-seeker

Bangla News Dunia, দীনেশ : যোগ্য-অযোগ্যদের তালিকা চাই। সেই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা। এর মাঝেই জেলা স্কুল পরিদর্শক বা ডিআইদের চিঠি পাঠাল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর (School Education Department)। চিঠিতে পরিষ্কার জানানো হয়েছে, কারা কারা স্কুলে যাবেন অর্থাৎ কারা কারা ‘যোগ্য’।

চিঠিতে বলা হয়েছে, ১৭ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী যাঁরা ‘যোগ্য’, তাঁরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন। তাঁদের বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা কমিশনার।

আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির অভিযোগে গত ৩ এপ্রিল এসএসসির ২০১৬ সালের (SSC 2016)  পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালত পরিষ্কার জানায়, যোগ্য ও অযোগ্য বাছাই না করার জেরেই পুরো প্যানেল বাতিল করা হল। পরে অবশ্য আদালত জানিয়েছে, নির্দিষ্টভাবে শনাক্ত না হওয়া শিক্ষকরা কাজে যোগ দিতে পারবেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁদের কাজে সুযোগ দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে রাজ্যকে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সূত্রের খবর, রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের পাঠানো চিঠিতে শীর্ষ আদালতের ওই নির্দেশ যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে যোগ্য ও অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন চাকরিহারারা। এর মাঝেই এদিন ডিআইদের কাছে স্কুল শিক্ষা দপ্তরের তালিকা পৌঁছে গেল।

আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।

আরও পড়ুন : পাক-অধিকৃত কাশ্মীর শীঘ্রই ফিরছে ভারতের হাতে? জানতে বিস্তারিত পড়ুন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন