কানাডায় জয়ী লিবারেল পার্টি, ভারতের জন্য কি সুখবর ?

By Bangla News Dunia Dinesh

Published on:

india canada relations

Bangla News Dunia, দীনেশ : কানাডার প্রধানমন্ত্রী হতে চলেছেন মার্ক কার্নি (Mark Carney)! টানা চতুর্থবার ক্ষমতায় আসতে চলেছে লিবারেল পার্টি (Liberal Party), তা একপ্রকার স্পষ্ট। তবে কার্নির দল একক সরকার গঠন করতে সক্ষম হবে, নাকি জোট সরকার গঠন করতে হবে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

কানাডার (Canada)  জাতীয় সম্প্রচার সংস্থা সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে প্রকাশিত প্রাথমিক ফলাফল অনুযায়ী কানাডার সংসদে ৩৪৩টি আসনের মধ্যে অধিকাংশেই জয়ের মুখ দেখেছে কার্নির লিবারেল পার্টি। তবে মার্ক কার্নি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পেরেছেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য

ভোটের আগে কানাডার অনেকেই মনে করেছিলেন, সরকার গঠনে ‘কিংমেকার’ হতে পারে জগমিতের দল এনডিপি। কানাডার খলিস্তানপন্থী দল হিসাবে পরিচিত নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) শোচনীয় ফল করেছে। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন দলের প্রধান, ভারতীয় বংশোদ্ভূত জগমিত সিং।

মার্ক কার্নি জানান, তাঁর দেশ কখনও যুক্তরাষ্ট্রের কাছে নতিস্বীকার করবে না। তিনি বলেন, ‘আমি কয়েক মাস ধরে যে বিষয়ে সতর্ক করে যাচ্ছি-যুক্তরাষ্ট্র আমাদের ভূমি, সম্পদ, দেশ নিয়ে নিতে চায়। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ভেঙে ফেলার চেষ্টা করছেন, যেন যুক্তরাষ্ট্র আমাদের কিনে নিতে পারে। এমনটা কোনওদিনই হবে না।’

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

প্রসঙ্গত, তিন মাস আগেও অবশ্য কানাডার রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন ছিল। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে পদত্যাগ করেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দলের নতুন নেতা নির্বাচিত হন কার্নি। তারপর বিশ্ব রাজনীতিতেও বড় পট পরিবর্তন ঘটে। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হওয়ার পর সে দেশের সঙ্গে পড়শি কানাডার সম্পর্কের অবনতি ঘটে। কানাডার একাধিক পণ্যে চড়া শুল্ক চাপানোর কথা জানান ট্রাম্প। তবে ট্রাম্প কানাডার বিরুদ্ধে সুর চড়ালেও কানাডার জাতীয় স্বার্থ তিনি রক্ষা করবেন বলে আশ্বস্ত করেন কার্নি। দেশের টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতিও তিনি সামলে নেবেন বলে আশ্বস্ত করেন।

তাছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমলে ভারত এবং কানাডার সম্পর্কেরও অবনতি হয়েছিল। এরপর কার্নি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার ইঙ্গিত দিয়েছেন। কার্নি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসায় ভারতের সঙ্গে কানাডার সম্পর্কের উন্নতি হবে বলে, আশা করা হচ্ছে। কার্নি ইঙ্গিত দিয়েছেন, তিনি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চান।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন