Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : আগামী ১৯ নভেম্বর কার্তিক পূর্ণিমা। সেদিন কার্তিক পুজো করা হয়ে থাকে। এই বছর কার্তিক পূর্ণিমার দিনটি আরও একটি কারণে বিশেষ ভাবে উল্লেখযোগ্য। সেদিনই হবে চলতি শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক পূর্ণিমা অত্যন্ত বিশেষ একটি দিন। বহু মানুষ গঙ্গা বা অন্য কোনও নদীতে স্নান করেন ও দান-ধ্যান করে থাকেন। অনেকে ভগবান বিষ্ণুর পুজোও করে থাকেন। তার সঙ্গেই কার্তিক পূর্ণিমায় এই বছর প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলবে চন্দ্রগ্রহণ। গ্রহণের সময় পৃথিবীর ছায়ায় ঢাকা পড়বে চাঁদের ৯৭ শতাংশ।
গ্রহণের দিন সূর্য এবং চাঁদের মাঝখানে চলে আসবে পৃথিবী। পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়তেই শুরু হবে চন্দ্রগ্রহণ। ভারতীয় সময় বেলা ১২টা ৪৮ মিনিটে গ্রহণ লাগবে। ভারতীয় সময় দুপুর দেড়টার পরে শিখর ছোঁবে গ্রহণ। গ্রহণের সময় আমাদের দেশে দিন থাকায় গ্রহণ এখান থেকে বিশেষ দেখা যাবে না। তবে নাসার ওয়েবসাইট থেকে শতাব্দীর দীর্ঘতম এই চন্দ্রগ্রহণ লাইভ দেখতে পারবেন উত্সাহীরা। অল্প সময়ের জন্য হলেও ভারতের কিছু অংশ থেকে দেখা যেতে পারে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের অবস্থান অনুযায়ী উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এবং অসমের পূর্ব দিকের কিছু এলাকা থেকে শরতের শেষ পূর্ণিমার এই চাঁদের বিরল গ্রহণ চাক্ষুষ করা যেতে পারে। তবে বিরল এই ঘটনার সবচেয়ে ভালো সাক্ষী থাকতে চলেছে উত্তর আমেরিকা মহাদেশ। এছাড়া দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
আগামী আট থকে নয় বছরের মধ্যে ছোট বড় মিলিয়ে আরও ২০টি চন্দ্রগ্রহণ হবে। আগামী শতাব্দীতে ২২৮টি চন্দ্রগ্রহণ হবে বলে জানিয়েছে নাসা। প্রত্যেক মাসেই অন্তত দু’টি করে। তবু আসন্ন ১৯ নভেম্বরের প্রতি বিশেষ নজর থাকবে উৎসাহীদের। ওই দিন সব মিলিয়ে ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড চলবে গ্রহণ। এর পরের চন্দ্রগ্রহণ হবে ২০২২-র ১৬ মে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল