Bangla News Dunia, দীনেশ দেব :- সোশ্যাল মিডিয়ায় চীনের রাষ্ট্রদূতের ছবি ভাইরাল হতেই সারা বিশ্বে উঠলো নিন্দার ঝড়। চীনের রাষ্ট্রদূত তাং সোনজ্ঞেন এর একটি ছবিতে দেখা যাচ্ছে তিনি রেড কার্পেটের পরিবর্তে মানুষের পিঠের উপর দিয়ে হাঁটছেন। এর থেকেই প্রমান পাওয়া যায় যে চীনের চরিত্র কেমন।
চীনের রাষ্ট্রদূত সোনজ্ঞেন প্রশান্ত মহাসাগরের একটি ছোট্ট ডিপ কিরবাতির সফরে গেছিলেন। সেখানেই তাকে স্বাগত জানবার জন্য রেড কার্পেটের পরিবর্তে মানুষের তৈরি কার্পেট বানানো হয়। কিন্তু অবাক করার বিষয় হলো এই যে চীনের রাষ্ট্রদূত কোনো রকম আপত্তি না করে মানুষের তৈরি কার্পেটের উপর দিয়ে হাটতে শুরু করেন।
এই মানুষের তৈরি কার্পেটে প্রায় ৩০ জন ছিলেন যার মধ্যে বেশ কিছু বাচ্চা ও ছিল। চীনের রাষ্ট্রদূতকে স্বাগত জানাতেই তারা এই ভাবে শুয়ে ছিলেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই আমেরিকার তরফ থেকে নিন্দা করা হয়। আমেরিকা এই ঘটনাকে অমানবিক বলে আখ্যা দেন। আমেরিকার এক নেভি অফিসার বলেন যে আমি ভাবতেই পারি না যে মানুষ এতটা নিচু হতে পারে যে বাচ্চাদের পিঠে পা দিয়ে চলবে।
আমেরিকার তরফ থেকে এটা চীনের সংস্কৃতি বলে আখ্যা দেওয়া হয়। তবে অবশ্য চীনের তরফ থেকে বলা হয় গোটা বিশ্বে চীনের ছবিকে খারাপ করার জন্য ছবিটিকে ভুল ভাবে পেশ করা হচ্ছে।
I simply cannot imagine any scenario in which walking on the backs of children is acceptable behavior by an ambassador of any country (or any adult for that matter!) Yet here we are thanks to #China’s ambassador to Kiribati. https://t.co/HcJqfbaKzg
— Constantine Panayiotou (@CP_Suva) August 16, 2020
Highlights:-
১. কার্পেটের পরিবর্তে মানুষের উপর দিয়ে হাঁটলেন চীনের রাষ্ট্রদূত।
২. প্রায় ৩০ জন মানুষের উপর দিয়ে হাঁটলেন চীনের রাষ্ট্রদূত।
#banglanews #china #globalnews #banglanewsdunia