কাশ্মীরর দখল করে রাখা এলাকা ছাড়তে হবে, পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

By Bangla News Dunia Dinesh

Published on:

pakistan

Bangla News Dunia, দীনেশ : জম্মু ও কাশ্মীরে দখল করে রাখা এলাকা পাকিস্তানকে অবশ্যই ছাড়তে হবে। রাষ্ট্রপুঞ্জে এমনই জানাল নয়াদিল্লি। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখার সময় ভারতীয় দূত পি হরিশ জানান, জম্মু এবং কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগও তুলেছেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি।

আরও পড়ুন : মাসে ৭০০০ টাকা দিচ্ছে সরকার, নতুন প্রকল্পে এক্ষুনি আবেদন করুন

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ওই আলোচনাসভায় প্রধান আলোচ্য বিষয় ছিল শান্তিরক্ষা বাহিনীর ভবিষ্যৎ। সেখানে পাকিস্তানের কূটনীতিক সৈয়দ তারিক ফতেমি কাশ্মীর প্রসঙ্গ তোলেন। তাঁর মন্তব্যের পালটা দেন হরিশ। জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের মন্তব্যকে সম্পূর্ণ অযৌক্তিক বলে ব্যাখ্যা করেন তিনি।

আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ

ভারতীয় কূটনীতিক বলেন, ‘বার বার এই ধরনের কথা বললে তাদের (পাকিস্তানের) অবৈধ দাবি বৈধতা পেয়ে যায় না।’ হরিশ স্পষ্ট বলেন, ‘পাকিস্তান এখনও জম্মু ও কাশ্মীরের একটি অংশ দখল করে রেখেছে। ওই অংশ তাদের ছাড়তে হবে।’ সেই সঙ্গে পাক সরকারের মদতে দেশটিতে সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত বলেও সুর চড়ান তিনি।

আরও পড়ুন:- শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ভারতীয় রেলে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন