Bangla News Dunia, Pallab : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় নিরাপত্তা বাড়ল ইন্দো-নেপাল সীমান্তে। সতর্ক সীমান্তে প্রহরারত এসএসবি ও পুলিশ। বেড়েছে সীমান্তে নজরদারি। ইন্দো-নেপাল সীমান্তে নেই কোনও কাঁটাতারের বেড়া। কোনওভাবেই যাতে দুষ্কৃতীরা অবৈধভাবে সীমান্ত পারাপার করতে না পারে, সে কারণে নজরদারি বাড়িয়েছে এসএসবি।
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর থেকেই ইন্দো-নেপাল সীমান্তে তৎপরতা বাড়িয়েছে সশস্ত্র সীমা বল (এসএসবি)। শুক্রবার সকাল থেকে বিহারের কিশনগঞ্জ জেলার টেরাগছ সীমান্তে দেখা গেল এসএসবি-১২ নম্বর ব্যাটালিয়নের তৎপরতা। ফতেহপুর বিওপির ইনচার্জ অরুণ ঘোষের নেতৃত্বে জওয়ানরা সীমান্তে টহল দিচ্ছেন। দুই দেশের মধ্যে চলাচলকারি প্রতিটি গাড়িতে তল্লাশি চালাচ্ছে জওয়ানরা। তল্লাশি চালানো হচ্ছে সীমান্ত দিয়ে যাতায়াত করা নাগরিকদের। সেই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী নাগরিকদের কাছে আবেদন করা হচ্ছে সন্দেহভাজন কেউ নজরে এলে পুলিশ অথবা এসএসবিকে যেন অবগত করা হয়।
শুধু এসএসবিই নয়, সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশও। প্রয়োজনে এসএসবির সঙ্গে যৌথ টহল দেবে পুলিশও। জানিয়েছেন কিশনগঞ্জ জেলা পুলিশ সুপার সাগর কুমার। তিনি জানিয়েছেন, জেলার সীমান্তবর্তী থানাগুলোর পাশাপাশি প্রতিটি থানাকেও সতর্ক থাকতে বলা হয়েছে। জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং।
আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন