কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলা, পহেলগাঁওয়ে গুলিবিদ্ধ ৫

By Bangla News Dunia Dinesh

Published on:

Hh

Bangla News Dunia, Pallab : কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলা (Militant Attack in Kashmir)। মঙ্গলবার কাশ্মীরের (Kashmir) অন্ততনাগ জেলার পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় ঘটনাটি ঘটে। অন্তত ৫ জন পর্যটক গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গিয়েছে। দ্রুত এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও। অমরনাথ যাত্রার আগে পর্যটকদের উপর হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন : কিডনি স্টোন গলিয়ে বের করে দেবে এই পাতা, জানতে বিস্তারিত পড়ুন

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। গুলিবিদ্ধ ৫ পর্যটকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গোটা এলাকা ঘিরে অভিযান শুরু হয়েছে। যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে, সেটি পর্যটনকেন্দ্র।

অনন্তনাগে (Anantnag) বরাবরই জঙ্গি গোষ্ঠীগুলির প্রভাব রয়েছে। নিরাপত্তাবাহিনীর কড়া নজরদারিতে পরিস্থিতি কিছু সময়ের জন্য ঠিক হলেও ফের জঙ্গি কার্যকলাপ বেড়েছে। এর আগেও কাশ্মীরে জঙ্গি হামলার সম্মুখীন হয়েছেন বহিরাগতরা। স্থানীয় বাসিন্দারাও সেখানে হামলার শিকার হয়েছেন। পর্যটনস্থলগুলির মধ্যে বেশ জনপ্রিয় পহেলগাঁও। প্রতি বছর সেখানে প্রচুর পর্যটক বেড়াতে আসেন। এমন ঘটনায় উদ্বেগ বেড়েছে পর্যটকদের (Tourists) মধ্যে।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন