Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কিছু ছোট ব্যাবসায়িক টিপস ! করোনা আবহে চাকরির অবস্থা খুব খারাপ। তাই এই অবস্থায় চাইলে আপনি শুরু করতে পারেন অল্প পুঁজির ব্যবসা। প্রথমে ছোট কিছু লাভজনক ব্যবসায় হাত দিতে হবে, বেলাশেষে সাফল্য সম্ভব।
এক নজরে দেখে নিন —–
১. ছাত্র ছাত্রীদের প্রয়োজনীয় খাতা, কলম, পেন্সিল, স্কেল , বই ইত্যাদি দরকার। এসব উপকরণের চাহিদা সব সময়ই থাকে। তাই প্রথমে ছোট করে শুরু করতে পারেন।
২. ব্যানার ছাপার কাজ বা সাইনবোর্ড তৈরী মূলত বিভিন্ন প্রতিষ্ঠান স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত, দোকান প্রভৃতির সামনে ব্যবহার করা হয়। এই কাজ শুরু করতে পারেন।
৩. বই বাঁধানোর কাজ শিখে যে কেউ সহজে এই ব্যবসা শুরু করতে পারেন। নানা ব্যবসা-বাণিজ্য, শিল্প কলকারখানা, অফিস-আদালত সকল জায়গাতে হিসাবের খাতা সহ বা ধরনের বাঁধানো সামগ্রীর দরকার হয়।
৪. পরিবেশবান্ধব ও দেশীয় জিনিস দিয়ে নানান রকম কাগজের ব্যাগ তৈরি হচ্ছে। কাগজের ব্যাগ তৈরি করে স্থানীয় দোকান গুলোতে তা সরবরাহ করা যাবে।
আরো পড়ুন :- গ্রামে এই ব্যবসাটি করে মাসে আয় করুন লক্ষ টাকা !
৫. কাগজের খামের চাহিদা সব সময় থাকে তাই বিভিন্ন মাপের খাম তৈরি করে নানা জায়গায় সরবরাহ করে আয় করা সম্ভব।।
৬. বিভিন্ন রকমের মসলা গুঁড়া করে প্যাকেট জাত করে বিক্রি করতে পারলে লাভবান হওয়া সম্ভব।
তাই এই সকল ছোটো ছোট ব্যবসা করে আপনি টাকা ইনকাম করতে পারবেন।
Highlights
1. কিছু ছোট ব্যাবসায়িক টিপস !
2. আপনি টাকা ইনকাম করতে পারবেন
#Business #Tips