Bangla News Dunia, জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :-
ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে আজ থেকেই মেনে চলুন এই নিয়ম :-
১) ফ্যাটি লিভারের সমস্যা থেকে রেহাই পেতে এক গ্লাস উষ্ণ গরম জলে ২ চামচ পাতি লেবুর রস ও মধু মেশান প্রতিদিন সকালে খালি পেটে খান।।
২) এক গ্লাস উষ্ণ গরম জলে ১ চামচ অ্যাপল সাইডার ভিনিগার, ১ চামচ মধু খালি পেটে নিয়মিত খান অ্যালকোহোলিক ফ্যাটি লিভারের থেকে রেহাই পাবেন।।
মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি পেতে আজ থেকেই শুরু করুন :-
১) জলের সঙ্গে দারুচিনির গুঁড়ো মিশিয়ে কপালে প্রলেপ দিন আধঘণ্টা পর গরম জল দিয়ে ধুয়ে ফেলুন মাইগ্রেনের ব্যথা কমে যাবে।।
২) লেবু ও আদার রস কিংবা আদা চা অথবা আদা বাটা মাইগ্রেনের সমস্যা থেকে রেহাই পেতে খান দিনে দুই বার।।
৩) আঙুরে ফাইবার,ভিটামিন “এ” ও “সি”,কার্বোহাইড্রেট,অ্যান্টিঅক্সিডেন্ট সাইট্রাস থাকে মাইগ্রেনের সমস্যা থেকে রেহাই পেতে দিনে দু’বার খান।
দাঁগ ও হলুদ হয়ে যাওয়া দাঁত উজ্জ্বল সাদা করতে ব্যবহার করুন :-
১) হলুদ দাঁত সাদা করতে ব্রাশ করার সময় পেস্টের সাথে ১চিমটি লবন ও ৫ফোঁটা সরষের তেল মিশিয়ে নিন।।
২) হলুদ দাঁত সাদা করতে ব্রাশ করার সময় পেস্টের সাথে ১চিমটি বেকিং পাউডার ও ৫ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন এটি সপ্তাহে ২দিন করুন।
———————————————————————
জ্যোতিষ সম্পর্কিত যে কোন জটিল ও কঠিন সমস্যা সমাধান করাতে আজই যোগাযোগ করুন………
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
যোগাযোগ :- 9093476035 , 8906174912