কিডনিতে পাথর তৈরি করে এই ৫ খাবার, এখন থেকে সাবধান হোন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Kidney

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ইউরিক অ্যাসিড শরীরের একটি বর্জ্য পণ্য। এর মাত্রা বেড়ে গেলে বাত ও কিডনিতে পাথর হয়।

পিউরিনযুক্ত খাবার খেলে রক্তে বাড়ে ইউরিক অ্যাসিড।

শরীর নিজেই অতিরিক্ত ইউরিক অ্যাসিড অপসারণ করে। কিন্তু কিডনির উপর বেশি চাপ পড়লে তা শরীরে জমা হয়। 

লক্ষণ: জয়েন্টে ব্যথা, ফোলাভাব, বমি বমি ভাব, বমি, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে রক্ত ​​পড়া, পিঠের নিচের অংশে ব্যথা, উঠতে ও বসতে অসুবিধা।

রেড মিট, সামুদ্রিক মাছ, চিকেনের লিভার ও কিডনি এড়িয়ে চলুন। বিয়ার, হুইস্কি, ওয়াইন খেলে বাড়ে ইউরিক অ্যাসিড।তেলেভাজা খাবার বাড়ায় ইউরিক অ্যাসিড। কারণ ওজন বাড়ে।

চিনি, সোডা, মিষ্টি ও কোল্ড ড্রিংকস বাড়ায় ইউরিক অ্যাসিড। 

অতিরিক্ত নুন বা সোডিয়াম খাওয়া উচিত নয়। কিডনি খাবার ফিল্টার করতে সমস্যায় পড়ে। 

প্রতিদিন ওয়ার্কআউট করুন, অন্তত ১৫ মিনিট গা ঘামান।

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন