কিভাবে এসি ব্যবহার করলে বিদ্যুতের বিল কমবে হু হু করে, জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শীতের মৌতাত শেষ। এখন বাতাসে বসন্তের ছোঁয়া। তাপ আর তাপমাত্রা যত বাড়ছে, এসির প্রয়োজনীয়তাও ততই বাড়ছে। কিন্তু অতিরিক্ত এসি ব্যবহারে বেশি বিদ্যুতের বিল নিয়ে টেনশন করেন অনেকেই। তবে গরমে এসি চালিয়েও কম বিদ্যুতের বিল পেতে পারেন। তার উপায় জানা আছে কি? চলুন এমন ৬টা কৌশল জেনে নিন যার সাহায্যে দিনরাত এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে…

১. বিদ্যুৎ সাশ্রয়ের সহজ উপায়
এসিতে ময়লা জমে থাকার কারণে ঘর ঠান্ডা হতে বেশি সময় লাগে। ফিল্টারের নোংরা ঝেড়ে বা একটি নতুন ফিল্টার ইনস্টল করে নিলে AC-এর শক্তির খরচ প্রায় ১৫ শতাংশ কমে যাবে। ফলে কমবে বিদ্যুতের বিলও।

আরও পড়ুন:- ‘ভূতুড়ে ভোটার’ তাড়াতে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, জানতে বিস্তারিত পড়ুন

২. AC-র তাপমাত্রা কত রাখবেন?
আপনাকে আপনার এসির তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে ২৩-২৪ ডিগ্রিতে রাখতে হবে। এতে আপনার বিদ্যুতের খরচও নিয়ন্ত্রণে থাকবে।

৩. ঘর কেমন রাখতে হবে? 
যখন এয়ার-কন্ডিশনার চালাবেন, তখন অবশ্যই ওই ঘরের দরজা-জানালা বন্ধ রাখতে হবে। তাতে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে। এসি ব্যবহারের সময় টিভি, ফ্রিজ, কম্পিউটারের মতো বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার এড়িয়ে চলুন। কারণ, এই যন্ত্রপাতিগুলি প্রচুর তাপ উৎপন্ন করে।

৪. ফ্যান ব্যবহার করার ট্রিক
এসি চলাকালীন সিলিং ফ্যান চালু রাখতে হবে। সিলিং ফ্যান চললে ঘরের সব কোণে শীতল বাতাস চলাচল করে। যার কারণে আপনাকে এসির তাপমাত্রা কমাতে হবে না। কম শক্তি ব্যবহার করেও তাড়াতাড়ি ঘর ঠান্ডা হয়ে যাবে। ফলে কম সময় এসি চালিয়ে বিদ্যুতের বিলও কম আসবে।

৫. কখন এসি চালাবেন আর কখন বন্ধ করবেন?
শক্তি সঞ্চয় এবং আরামদায়ক তাপমাত্রায় থাকার একটি উপায় হল রাতে এসি বন্ধ করা প্রয়োজন। বিশেষ করে আপনি যদি সারা দিন এটি চালান তবে রাতে আপনার এত এসির প্রয়োজন হবে না। আপনি যদি দীর্ঘ সময় এসি রুমে কাটান, তবে আপনার এই কৌশলটি কাজে লাগান।

আরও পড়ুন:- জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন বাবা-মা, কারণ জানলে চমকে যাবেন

আরও পড়ুন:- বাইক কতদিন অন্তর সার্ভিস করাবেন? ইঞ্জিন অয়েল কত কিমি অন্তর বদলাতে হয়? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন