কিভাবে জামা কাপড় ভালো করে ‘ড্রাই ক্লিন’ করবেন ? দেখুন সঠিক নিয়ম

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : পোশাক কিনতে যাওয়া একটা অত্যধিক পরিশ্রম ও চিন্তার কাজ। কারণ, বেশিরভাগ পোশাকের ক্ষেত্রে দেখবেন, ঘাড়ের কাছে ছোট্ট লেবেল সেঁটে দেওয়া হয়েছে, যাতে দেখা আছে ‘ড্রাই ক্লিন ওনলি’। অন্তর্বাস থেকে শুরু করে বেনারসি শাড়ি, সবেতেই ড্রাই ক্লিন। এবার আপনি যদি আপনার সব জামা কাপড় লন্ড্রিতে ড্রাই ক্লিন করতে দিয়ে দেন তাহলে তাতে অর্থনৈতিক ভারসাম্য বিঘ্নিত হলেও হতে পারে।

আসলে নিজেদের যতটা যত্ন করি, জামা কাপড়ের দিকে ততটা খেয়াল রাখি না। আজকের প্রতিবেদনে বাড়িতে পোশাক কাচার নিয়ম এবং বাড়িতেই সহজে ড্রাই ক্লিন করার পদ্ধতি সম্বন্ধে আপনাদের বিশদে জানানো হচ্ছে। এরপর দোকানে ড্রাই ক্লিনিংয়ের জন্য বারবার ছুটে যেতে হবে না।

কাপড় কাচার সঠিক নিয়ম —-

১. পোশাক কাচার আগে লেবেলে দেখুন কী লেখা আছে ? ড্রাই ক্লিন নাকি ড্রাই ক্লিন ওনলি। শুধু ড্রাই ক্লিন লেখা থাকলে পোশাক আপনি অনায়াসে বাড়িতে হাতে বা মেশিনে কাচতে পারেন।

২. পোশাকটির অল্প অংশ আগে হাতে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দেখুন। কাপড়টির টেক্সচারে কোনও পরিবর্তন না হয়, তা হলে এটি বাড়িতে কাচতে পারবেন।

৩. পোশাক অতি ঠান্ডা জলে এবং মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করে কাচবেন। উলেন পোশাক, সিল্ক শাড়ি বা একটু ডেলিকেট পোশাক নিজে হাতে কাচুন বা মেশিনে ‘ডেলিকেট ওয়াশ’ বা ‘বেবি ক্লোদস ওয়াশ’ মোডে কাচুন।

বাড়িতে কীভাবে ড্রাই ক্লিন করবেন ?

১. আপনার প্রয়োজন একটি ফেব্রিক স্টিমার ক্লিনার এবং লিকুইড ডিটারজেন্ট। পোশাকটি কাচবেন, সেটি ভাল করে হ্যাঙ্গারে টানটান করে ঝোলান। স্টিমারে লিকুইড ডিটারজেন্ট ভরে স্টিম করুন সারা পোশাকে। ওভাবে টানটান করেই শুকিয়ে নিন।

২. যদি সোয়েটারের হাতা-গলা, দামি শাড়ির পাড় বেশি নোংরা হয়, তা হলে হাতে স্পট ক্লিনিং করুন। তারপর স্টিম ক্লিনিং।

৩. পোশাক তেমন নোংরা হয়নি, অসাবধানতায় কোনও দাগ লেগে গিয়েছে ? তা হলে স্টিম ক্লিনিংয়ের আগে অতি অবশ্যই সেই দাগ তুলে ফেলুন। তেল চিটচিটে দাগ তুলতে জলে ভিনিগার বা সোডা গুলে তুলোয় নিয়ে আলতো হাতে দাগের উপর ঘষুন।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন