কিভাবে মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করবেন ? দেখুন একনজরে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কিভাবে মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করবেন ? বর্তমানে সমস্ত সরকারী বা বেসরকারী কাজে আধার কার্ড-র প্রয়োজন হয়ে উঠেছে। সব সরকারী স্কিমের সুবিধা নেওয়ার জন্য এবং ITR ফাইল বা আয়কর রিটার্ন করতে আধার কার্ডের প্রয়োজন হয়। তবে সবার চেয়ে জরুরি হল সেটা আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটি লিংক থাকা দরকার। এর ফলে আধার সম্পর্কিত কোনও লেনদেন করেন তবে তার যাচাইয়ের জন্য রেজিস্টার্ড আপনার মোবাইল নম্বরে OTP আসবে।

এক নজরে পদ্ধতি —–

১. আপনার এলাকার আধার নিবন্ধকরণ কেন্দ্রে যেতে হবে।

২. আধার কার্ডে ফোন নম্বর লিঙ্ক করার জন্য একটি ফর্ম ভরতে হবে, আধার সংশোধন ফর্ম বলা হয়।

৩. আপনাকে আপনার জরুরি তথ্য ভরতে হবে।

৪. আধার সংশোধন ফর্ম আধিকারিককে 25 টাকা দিয়ে জমা করতে হবে।

৫. আপনাকে একটি স্লিপ দেওয়া হবে। এই স্লিপে আপডেট রিকোয়েস্ট নম্বর থাকবে। এটি দিয়ে আপনি পরীক্ষা করতে পারবেন যে নতুন ফোন নম্বরটি আপনার আধারের সঙ্গে যুক্ত হয়েছে কিনা।

৬. ৩ মাসের মধ্যে নতুন মোবাইল নম্বরের সাথে লিঙ্ক হয়ে যাবে। যখন আপনার আধার কার্ডে নতুন মোবাইল নম্বর যুক্ত হয় যাবে তখন আপনার এই নম্বরটিতে OTP আসবে।

আরো পড়ুন :- QR কোডের মাধ্যমে আধার যাচাই করুন ! বিস্তারিত পড়ুন

৭. সেই OTP ব্যবহার করে আপনার আধার কার্ডটি অনলাইনে ডাউনলোড করতে পারেন। আপনি UIDAI টোল ফ্রি নম্বর 1947 এ কল করে নতুন মোবাইল নম্বর লিঙ্ক করার স্থিতিও জানতে পারবেন।

Highlights

1. কিভাবে মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করবেন ?

2. 1947 এ কল করে নতুন মোবাইল নম্বর লিঙ্ক করার স্থিতিও জানতে পারবেন

#UIDAI #Adhaar

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন