কিভাবে ২০০২ সালের পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করবেন ? জেনে নিন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গের ২০০২ সালের পুরনো ভোটার লিস্ট ইতিমধ্যেই প্রকাশিত করা হয়েছে। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে বিতর্কের মধ্যে রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ওই বৈঠকে পশ্চিমবঙ্গ নিয়েও প্রশ্ন ওঠে।

আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?

২০০২ সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে, তাদের দেখাতে হবে না কোনো নথিপত্র। কিন্তু যাদের নাম নেই, তাদের ১১ টি নথির মধ্যে যেকোনো একটি নথি – বসবাসের প্রমাণপত্র কিংবা জন্মের প্রমাণ পত্র দেখাতে হবে। যদিও পশ্চিমবঙ্গের জন্য আলাদা কোনো নথি বা অতিরিক্ত কোনো নথি লিস্টে রাখা হবে কিনা, তা এখনো জানা যায়নি।

দেখে নিন একঝলকে ২০০২ সালের পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করে, আপনার এবং আপনার পরিবারের সদস্যদের নাম রয়েছে কিনা।

Old Voter List 2002 Download West Bengal / 2002 Voter List Download West Bengal

১) প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।

২) এরপর হোম পেজ থেকে Electoral Roll 2002 লেখার উপরে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে আপনার জেলা বেছে নিন।

৪) এরপর কোন বিধানসভার অন্তর্গত আপনি, তা খুঁজে নিন।

৫) পরবর্তী পেজে ভোট কেন্দ্র বেঁছে নিন ও পাশে থাকা Finall Roll এ ক্লিক করুন।

৬) এরপর আপনার সামনে একটি ক্যাপচার কোড আসবে, তা বক্সে উল্লেখ করে Verify এ ক্লিক করুন।

৭) ২০০২ সালের ভোটার তালিকা ডাউনলোড হয়ে গেলে, এখন নাম দেখে নিন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন