কিভাবে SBI Mutual Fund-এ বিনিয়োগ করে রাতারাতি হবেন লাভবান। জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

SBI Instant Loan, state bank

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অল্প সময়ে টাকা দ্বিগুণ করার জন্য মিউচুয়াল ফান্ড বেছে নেন। তবে জানেন কি SBI Mutual Fund আপনাকে রাতারাতি লাভবান করবে। এই ফান্ডে বিনিয়োগ করে আপনিও নিমেষের মধ্যে বড়লোক হতে পারবেন। এসবিআই মিউচুয়াল ফান্ড শুনে অনেকেই ভরসা পাচ্ছেন। কারণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতি ভরসা আছে সাধারণ মানুষের। কিন্তু মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার ঝুঁকি নিয়ে অনেকেই চিন্তাভাবনা করেন। অবশ্যই সুদের হার সম্পর্কে আপনাকে আগে জানতে হবে।

SBI Mutual Fund Investment 2025

আপনি যদি ভেবে থাকেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ (Investment) করবেন, তবে সেরা ঠিকানা হতে পারে এসবিআই মিউচুয়াল ফান্ড। তবে কোথায়, কত সুদ দেওয়া হচ্ছে সেই লিস্ট আজকের প্রতিবেদনে উল্লেখ করা হলো। যদি আপনিও বিনিয়োগ করবেন বলে ঠিক করে থাকেন, তবে অবশ্যই পূর্ণাঙ্গ তালিকা দেখে নিন।

১) এসবিআই লং টার্ম ইক্যুইটি ফান্ড

আপনি যদি এখানে বিনিয়োগ করার ভাবনা নিয়ে থাকেন তাহলে জানুন রেশিও ০.৯৫ শতাংশ। এখানে আপনি বিনিয়োগ শুরু করতে পারবেন ৫০০ টাকা থেকে। তবে যদি এখানে ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে তিন বছর পর আপনার সেই টাকা হবে ৪.০২ লক্ষ।

আরও পড়ুন:- হার্ট অ্যাটাক থেকে বাঁচার উপায় কি? জেনে নিন

২) এসবিআই ইনফ্রাসট্রাকচার ফান্ড

স্টেট ব্যাংকের এই ফান্ডে রেশিও রয়েছে ০.৮৩ শতাংশ। আপনি এখানেও বিনিয়োগ শুরু করতে পারেন ৫০০ টাকা থেকে। যদি এখানে ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তবে ৩ বছর পর সেখান থেকে হাতে পাবেন ৩.৯৬ লক্ষ টাকা।

৩) এসবিআই হেল্থকেয়ার অপরচুনিটি ফান্ড

আপনারা যদি এই ফান্ডে বিনিয়োগ করেন তাহলে জানুন, রেশিও রয়েছে ০.৮৯ শতাংশ। এখানে ৫০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যেতে পারে। যদি ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে ৩ বছর পর হাতে পাবেন ৩.৯৫ লক্ষ টাকা।

৪) এসবিআই কন্ট্রা ডাইরেক্ট প্ল্যান

আপনি এই ফান্ডেও বিনিয়োগ করতে পারেন। এখানে রেশিও রয়েছে ০.৬ শতাংশ। ৫০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা সম্ভব। ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারলে ৩ বছর পর হাতে পাবেন মোট ৩.৮৫ লাখ টাকা।

৫) এসবিআই কনসামশান অপরচুনিটি ফান্ড

এসবিআই-এর ফান্ডে রেশিও রয়েছে ০.৯১ শতাংশ। আপনি এখানে ৫০০ টাকা থেকেই বিনিয়োগ করতে পারেন। ২ লক্ষ টাকা বিনিয়োগ শুরু করলে ৩ বছর পর হাতে পাবেন ৩.৪৯ লক্ষ টাকা।

৬) এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড

এসবিআই এর এই ফান্ডে রেশিও রয়েছে ০.৮১ শতাংশ। ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি আপনি ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে ৩ বছরে হাতে পাবেন ৩.৪ লক্ষ টাকা।

 

আরও পড়ুন:- কিভাবে মাত্র 50 টাকায় পাবেন নতুন QR যুক্ত Pan Card! এক ক্লিকে জেনে নিন

আরও পড়ুন:- ভানুয়াতুর নাগরিকত্ব নিলেন পলাতক ললিত মোদী, কোন সুবিধা পাওয়ার জন্য এই কাজ করলেন ? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন