Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিদেশে গিয়ে অনুরাগী-দর্শকদের ক্ষোভের মুখে পড়লে গায়িকা নেহা কক্কর ৷ মঞ্চে দাঁড়িয়ে কান্নাকাটি করলেও ভিজল না শ্রোতাদের মন ৷ ‘এটা ভারত নয়, গো ব্যাক’ আওয়াজ তুললেন ক্ষুদ্ধ দর্শকরা ৷ সমাজমাধ্যমে ভাইরাল গায়িকার ভিডিয়ো ৷
মেলবোর্নের একে কনসার্টে যোগ দেওয়ার কথা ছিল গায়িকা নেহার ৷ সেখানকার ভিডিয়োই ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায় ৷ নেহা কক্করকে দেখা যায় তিনি কান্নায় ভেঙে পড়েছে এবং বারবার উপস্থিত অনুরাগী ও দর্শকদের কাছে ক্ষমা চাইছেন ৷ আসলে তিনি তিনঘণ্টা দেরিতে কনসার্টে পৌঁছান ৷ যেখানে তাঁর শো শুরু করার কথা ছিল সন্ধ্যা 7.30 মিনিটে ৷ সেখানে তিনি স্টেজে পৌঁছান রাত 10 টায় ৷ তারপরেই ক্ষেপে যান উপস্থিত দর্শকরা ৷
কী বললেন নেহা ?
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে চোখের জল চেপে নেহা বলছেন, “বন্ধুরা, তোমরা সত্যিই খুব ভালো! ধৈর্য ধরেছো। তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছো। আমার খুব খারাপ লাগছে ৷ আমি জীবনে কখনও কাউকে অপেক্ষা করাইনি। তোমরা এতক্ষণ অপেক্ষা করেছো, তার জন্য আমি খুবই দুঃখিত!” গায়িকা আরও বলেন, “আপনারা সকলে আমার জন্য সময় বের করে এখানে এসেছেন ৷ এটা আমার কাছে বড় বিষয় ৷ এই সন্ধ্যাটা আমি মনে রাখব ৷ আমি নিশ্চিত করছি সকলকে এতটাই বিনোদনমূলক আনন্দ দেব যে নাচতে বাধ্য হবে ৷”
আরও পড়ুন:- ATM থেকে টাকা তোলার চার্জ আরও বাড়ছে। কবে থেকে, কত খরচ? জেনে নিন
দর্শকদের ক্ষোভ
যদিও নেহার মিষ্টি কথায় ভেজেনি চিঁড়ে ৷ দর্শকদের মধ্যে কেউ কেউ হাততালি দিয়ে তাঁকে সান্ত্বনা দিতে উৎসাহিত করেন ৷ কিন্তু বেশিরভাগই রাগ প্রকাশ করেন ৷ ভিডিয়োতে এক দর্শককে বলতে শোনা যায়,”গো ব্যাক! তোমার হোটেলে বিশ্রাম নাও”। আবার কাউকে বলতে শোনা যায়, “এটা ভারত নয়, তুমি অস্ট্রেলিয়ায় আছো।” কেউ আবার বলেন, “আমরা তিন ঘন্টা ধরে অপেক্ষা করছি।” এখানেই শেষ নয় ৷ নেহার কান্না অনেকের অভিনয় বলেও মনে হয় ৷ ফলে তাঁরা উপহাস করে বলেন,”দারুন অভিনয়, এটা ইন্ডিয়ান আইডল নয়। তুমি বাচ্চাদের সাথে পারফর্ম করছো না।”
Stones thrown at #SonuNigam during a concert, #NehaKakkar asked to go back as she was late, and exuberantly priced foreign band tickets being sold in black. The #music scene is so ****ed now. You are attacking both a gem and a stone and picking the exported.
— Ray (@AuthorTanima) March 25, 2025
সিডনিতে নেহার কনসার্ট
উল্লেখ্য,মেলবোর্ন কনসার্টের আগে, নেহা সিডনিতে পারফর্ম করেছেন ৷ তিনি ইনস্টাগ্রামে অনুষ্ঠানের কিছু ঝলক শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে ৷ ক্যাপশনে লেখেন, “ধন্যবাদ সিডনি ৷ আজ রাতে মেলবোর্ন নেহা কক্কর লাইভ ৷”
পাশে অনুরাগীরা
নানা বিদ্রুপ, সমালোচনার পরেও একাধিক অনুরাগী রয়েছেন নেহার পাশে ৷ এক অনুরাগী লিখেছেন, “তোমার কণ্ঠস্বর, তোমার শক্তি, তুমি সেরা ম্যাডাম।” আবার কেউ লিখেছেন, “সবচেয়ে মিষ্টি মানুষ, তোমার পারফর্ম দেখা সৌভাগ্যের বিষয়৷ স্বপ্নপূরণ হয়েছে।”
আরও পড়ুন:- বিরাট সুখবর! ভারতীয় রেলে ১০ হাজার শূন্যপদে নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখুন
আরও পড়ুন:- ফুচকা প্রেমীরা আজই সাবধান হোন ! কি বলছেন ডায়েটিশিয়ান ? জেনে নিন