কি কান্ড ! ছাগলকে মুখ বেঁধে ‘যৌন নির্যাতন’

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কামনার বিকৃত রূপ দেখল মালদা ৷ একটি গ্রামে ছাগলকে নির্যাতন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ গৃহপালিত পোষ্যকে নির্যাতন করার দৃশ্য ধরা পড়ে যায় ছাগল মালিকের চোখে ৷ তিনি আসায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক ৷ পরে মদ্যপ অবস্থায় সে মালিকের পরিবারের উপর চড়াও হয় বলে অভিযোগ ৷ মালিকের স্ত্রী বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷ হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে হয়েছে মালিক ও তাঁর দাদাকেও ৷ যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ পুলিশের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন তাঁরা ৷ তবে ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত যুবক ৷

ঘটনাটি ঘটেছে মালদার এক প্রান্তিক গ্রামে ৷ এলাকার মানুষজন জানাচ্ছেন, গতকাল ওই গ্রামের এক বাসিন্দা তাঁর গৃহপালিত একটি ছাগলকে মাঠে ছেড়ে আসেন ৷ ছাগলটি ওই মাঠেই চড়ছিল ৷ ঘণ্টাখানেক পর তিনি মাঠে ফেরেন ৷ কিন্তু নিজের পোষা ছাগলটিকে দেখতে পাননি ৷ খোঁজাখুঁজি শুরু করেন ৷ হঠাৎ মাঠের একদিক থেকে ছাগলের গলার আওয়াজ শুনে তিনি দেখেন তাঁর পোষা ছাগলটির মুখ গামছা দিয়ে বেঁধে নির্যাতন করছে গ্রামেরই একটি ছেলে ৷ ছাগলের মালিককে দেখতে পেয়ে সেখান থেকে পালিয়ে যায় ৷ এদিকে মালিক পোষ্যকে বাড়িতে নিয়ে এসে এলাকার লোকজনকে গোটা ঘটনা খুলে বলেন ৷ গোটা গ্রামে এই খবর চাউর হয়ে যায় ৷ তারপরই অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় মালিক ও তাঁর পরিবারের উপর চড়াও হয় ৷ সবাইকে বেধড়ক মারধর শুরু করে ৷ তার মারে আহত হন মালিকের বাড়ির চার সদস্য ৷ শেষ পর্যন্ত গ্রামবাসীরা এগিয়ে এলে ওই যুবক সেখান থেকে পালিয়ে যায় ৷

আরও পড়ুন:- শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ভারতীয় রেলে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

Youth Allegedly Tortured Goat in Malda

পুলিশের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন তাঁরা

মালিকের বক্তব্য, “ঘাস খাওয়ার জন্য ছাগলটাকে ক্ষেতে রেখে এসেছিলাম ৷ পরে গিয়ে দেখি, ছাগল নেই ৷ বাড়িতে এসে সেকথা সবাইকে জানাই ৷ এরপর সবাই মিলেই ছাগল খুঁজতে বেরোই ৷ হঠাৎ দেখি, ওই ছেলেটি আমার ছাগলের সঙ্গে খারাপ কাজ করছে ৷ ছাগলের মুখ গামছা দিয়ে বেঁধে রেখেছিল ৷ আমি সেদিকে ছুটে যেতেই ছেলেটি সেখান থেকে পালিয়ে যায় ৷ আমি ছাগল নিয়ে ঘরে ফিরে আসি ৷ এরপর বাজার চলে যাই ৷ ফেরার সময় দেখি, ছেলেটি আমার স্ত্রী’কে মারছে ৷ স্ত্রী’কে বাঁচাতে গেলে ও আমার উপর ঝাঁপিয়ে পড়ে ৷ লাঠি দিয়ে আমাকে বেধড়ক পেটায় ৷ আমাকে বাঁচাতে এলে আমার দাদা-মা’কেও মারধর করে ৷ আমি ওর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি ৷”

মালিকের স্ত্রী বলেন, “ছাগলটাকে মাঠে বেঁধে রেখে আসা হয়েছিল ৷ কিছুক্ষণ পর আমার স্বামী সেখানে গিয়ে দেখে, ছাগল নেই ৷ ওর বাচ্চাগুলো মাঠে রয়েছে ৷ বাড়িতে এসে সে আমাদের সব জানায় ৷ এরপর ও ফের ছাগল খুঁজতে বেরোয় ৷ পিছন পিছন আমার শাশুড়িও যান ৷ এক জায়গায় ছাগলের আওয়াজ পেয়ে ওরা দেখতে যায় ৷ সেখানেই ওদের চোখে এই ঘটনা ধরা পড়ে ৷ এই ঘৃণ্য কাজের জন্য ছেলেটিকে আমার স্বামী আর শাশুড়ি গালাগালি করে ৷ বাড়ি ফেরার পর ওরা সবাইকে গোটা ঘটনা খুলে বলে ৷ ছেলেটি পালিয়ে যায় ৷ পরে মদ খেয়ে ফিরে আসে ৷ হাতে মোটা ডান্ডা ছিল ৷ সবাইকে মারতে শুরু করে ৷ পরে ধরা পড়ার ভয়ে পালিয়ে যায় ৷”

এমন ঘটনায় হতভম্ব পুলিশও ৷ অ্যাডিশনাল এসপি সম্ভব জৈন বলেন, ‘‘হরিশ্চন্দ্রপুরের কেসটা আমরা খতিয়ে দেখছি ৷ যদি সেখানে এমন কোনও ঘটনা ঘটে থাকে তাহলে নির্দিষ্ট ধারা অনুযায়ী পদক্ষেপ করা হবে ৷’’ নাম প্রকাশে অনিচ্ছুক থানার এক আধিকারিক বলেন, “এমন অভিযোগ আগে কখনও আমাদের থানায় জমা পড়তে দেখিনি ৷ অভিযোগের ভিত্তিতে আমরা অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছি ৷ তবে গতকাল সন্ধে থেকেই সে পলাতক ৷ এই ঘটনায় চারজন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে তিনজনকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৷ একজন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরেছেন ৷ গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷”

আরও পড়ুন:- যক্ষ্মা বহু বছর ধরে একটি গুরুতর সমস্যা, এই রোগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নিন

আরও পড়ুন:- জোয়ার-ভাটায় কি সত্যিই বাতের ব্যথা বাড়ে? জানুন বিজ্ঞান কি বলছে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন