কি কারণে জুলাই মাসে ধসে গিয়েছে Sensex ও Nifty50? বুঝিয়ে দিলো NSDL

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এ বছরের জুলাই মাস ভারতের শেয়ার বাজারের জন্য একেবারেই ভালো যায়নি। দেশের প্রধান দুই স্টক এক্সচেঞ্জ সূচক সেনসেক্স ও নিফটি৫০-র বিপুল পতন হয়েছে। জুলাই মাসে স্টক মার্কেটে দেশি, বিদেশি লগ্নি সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল সিকিউরিটিজ় ডিপজ়িটরি লিমিটেড (NSDL)। সেই তথ্যই বুঝিয়ে দিচ্ছে জুলাই মাসে স্টক মার্কেটে পতনের পিছনে কোন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর দায়ী।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক হলো নিফটি৫০। ১ জুলাই এই সূচক ছিল ২৫ হাজার ৫৫১ পয়েন্টে। ৩১ জুলাই এই সূচক নেমেছে ২৪ হাজার ৬৪২ পয়েন্টে। একই অবস্থা বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্সেরও। ১ জুলাই সেনসেক্স ছিল ৮৩ হাজার ৬৮৫ পয়েন্টে। ৩১ জুলাই এই সূচক নেমেছিল ৮০ হাজার ৬৯৫ পয়েন্টে। অর্থাৎ জুলাই মাসে সেনসেক্স কমেছে প্রায় তিন হাজার পয়েন্ট। নিফটি৫০ কমেছে ৯০০ পয়েন্টের বেশি।

এনএসডিএল-এর তথ্য অনুযায়ী, জুলাই মাসে বাজারে পতনের অন্যতম প্রধান কারণ হলো ফরেন পোর্টফোলিও ইনভেস্টর (এফপিআই) বা বিদেশি বিনিয়োগকারীদের টাকা সরিয়ে নেওয়া। জুলাই মাসে বিদেশি বিনিয়োগকারীরা মোট ১৭ হাজার ৭৪১ কোটি টাকার লগ্নি সরিয়েছেন দেশের শেয়ার বাজার থেকে। এর মধ্যে জুলাই মাসের শেষ সপ্তাহে লগ্নি সরানো হয়েছে সবচেয়ে বেশি।

নতুন অর্থবর্ষ শুরুর পর জুলাই মাসেই সবচেয়ে বেশি লগ্নি সরিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। এপ্রিল, মে এবং জুন মাসের অঙ্ক ছাপিয়ে গিয়েছে জুলাই মাসে। নতুন অর্থবর্ষে ফরেন ইনভেস্টমেন্টের ইনফ্লো ছিল পজ়িটিভ। অর্থাৎ যে টাকা বিদেশি বিনিয়োগকারীরা সরিয়েছিলেন তার থেকে বেশি টাকার লগ্নি করেছিলেন। কিন্তু জুলাই মাসে লগ্নি করার অঙ্কের তুলনায় লগ্নি সরানোর পরিমাণ বেশি।

বিদেশি বিনিয়োগকারীদের লগ্নি সরানোর পিছনেও একাধিক ফ্যাক্টর কাজ করেছে বলে জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি নিয়ে জুলাই মাস ধরে অনিশ্চয়তা বজায় ছিল। ট্রাম্প ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক ঘোষণার পর গোটা মাসের মধ্যে বিদেশি বিনিয়োগ সরেছে সবচেয়ে বেশি। গত এক সপ্তাহে ডলার ইনডেক্স শক্তিশালী হয়েছে এবং ডলারের সাপেক্ষে টাকার দামেও পতন হয়েছে। যা দেখেও লগ্নি সরিয়েছেন ফরেন ইনভেস্টররা।

( Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- 140 কোটির দেশে চিকিৎসক মাত্র14 লক্ষ ! চিকিৎসকের ঘাটতি মেটাতে কী কী পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র ? জেনে নিন

আরও পড়ুন:- কেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড ? কারণ জানলে মন প্রফুল্ল হয়ে যাবে

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন