বর্তমানে সময়ে যেকোনো ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড একটি অপরিহার্য নথি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, সম্পত্তি ক্রয়-বিক্রয়, ঋণ গ্রহণ, বা বড় অঙ্কের লেনদেন, সবেতেই প্যান কার্ডের প্রয়োজন হয়। কিন্তু আপনি কি জানেন যে আপনার প্যান কার্ডের একটি ছোট ভুলের জন্য আপনাকে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে? আজকের এই প্রতিবেদনে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব।
আরও পড়ুন : প্রতি ঘন্টায় আয় হবে 1000 টাকা। বাড়ি বসে রোজগার করার সেরা চারটি পদ্ধতি
কেন এই জরিমানা?
আয়কর আইন, ১৯৬১-এর ধারা 272B অনুযায়ী, যদি কোনো ব্যক্তির প্যান কার্ড নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং তিনি সেটি কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে তাঁকে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। মূলত, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করার কারণে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়।
কীভাবে আপনার প্যান কার্ডের স্ট্যাটাস চেক করবেন?
আপনি খুব সহজেই আয়কর দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার প্যান কার্ড সক্রিয় আছে কিনা তা যাচাই করে নিতে পারেন। এর জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন:
- আয়কর দফতরের ই-ফাইলিং পোর্টালে যান।
- ‘Verify Your PAN’ বিকল্পে ক্লিক করুন।
- আপনার প্যান নম্বর, পুরো নাম, জন্মতারিখ এবং মোবাইল নম্বর লিখুন।
- আপনার মোবাইলে আসা ওটিপি (OTP) দিন।
- এরপরই আপনি আপনার প্যান কার্ডের স্ট্যাটাস দেখতে পাবেন।