কীভাবে করে বুঝবেন সন্তান মানসিক সমস্যায় ভুগছে ? বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কীভাবে করে বুঝবেন সন্তান মানসিক সমস্যায় ভুগছে ? টানা লকডাউনে সকলেই অল্পবিস্তর মানসিক সমস্যাতে আছে। এছাড়াও দীর্ঘদিন স্কুল বন্ধ কোনো বন্ধুদের সঙ্গে দেখা নেই তাই বাড়ির বাইরে বেরনো বন্ধ। তাই খিটখিটে হয়ে উঠেছে বাচ্চারা। মা-বাবারা সামলাতে না পেরে  বকাবকি করে ফেলছে। ফলে তারা নানা মানসিক সমস্যাতে ভুগছে।

তাহলে কী ভাবে বুঝবেন সন্তান মানসিক সমস্যায় আছে ——

১. যদি সে ঠিক মতো খাওয়া-দাওয়া না করে বা রাতে ঠিক মতো না ঘুমায়। তাহলে বুঝতে হবে।

২. কোনও কথাই সন্তান শুনছে না বা বড়োদের সম্মান না করা বা ছোটোদের ভালোবাসছে না।

৩. হঠাৎ হঠাৎ রেগে উঠে বাড়ির নানা জিনিসপত্র ভেঙে ফেলে। এটাও একটা সমস্যা।

৪. এই সব সমস্যা হলে আগেই সতর্ক হন। দরকারে চিকিৎসকের কাছে যান। না হলে সমস্যা বাড়তে পারে।

৫. এই রকম পরিস্থিতিতে শিশুর ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়া যাবে না। তার সাথে কথা বলুন তার সমস্যা বোঝার চেষ্টা করুন।

আরো পড়ুন :- শীতকালে বাড়ান রোগ প্রতিরোধ ক্ষমতা ! খান এইসব ফল গুলি

৬. আপনার পরিবারের ভেতর একটি সুস্থ সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে। যাতে শিশুর মন ভালো থাকে।

৭. আপনার শিশুকে কিছু সময় বাইরে মিশতে দিতে হবে। তবে  নিজেদের চোখ-কানও খোলা রাখতে হবে।

৮. শিশুকে পছন্দ মতো শিক্ষাগ্রহণ ও কাজ করতে দিতে হবে। পাশাপাশি ভালো-মন্দ চিনতেও শেখাতে হবে।

এগুলি করুন আর বেশি সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের কাছে যান।

Highlights

1. কীভাবে করে বুঝবেন সন্তান মানসিক সমস্যায় ভুগছে ?

2. বেশি সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের কাছে যান

#Health #Child

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন