Bangla News Dunia, দীনেশ : অক্ষয় তৃতীয়ার দিন খুলতে চলছে দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) দরজা। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আপামর রাজ্যবাসী। ঠিক এই আবহে রবিবার দিঘার সমুদ্র সৈকতে ভেসে আসে একটি জগন্নাথ দেবের মূর্তি। অনেকেই বিষয়টিকে অলৌকিক বলে আখ্যা দেন, আবার কেউ বলেন এসবের পেছনে ষড়যন্ত্র রয়েছে। তবে সোমবার বিকেলে যাবতীয় প্রশ্নের জবাব মিলল। জানা গেল এই মূর্তি এল কোথা থেকে?
আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি
দিঘার (Digha) খাদালগোবরা এলাকার বাসিন্দা কল্পনা জানা। তাঁর বাড়িতে দূর্গা মন্দিরে এতদিন পুজো করা হত জগন্নাথ দেবের এই মূর্তিটি। মাস দু’য়েক মূর্তিটির হাতের একটি হাত ভেঙে যায়। এরপর পুরোহিতের সঙ্গে আলোচনা করে রবিবার মূর্তিটিকে জলে ভাসিয়ে দেন কল্পনা জানার পরিবার। কারণ ভাঙা মূর্তি পুজো করা উচিত নয় বলে।
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।
এদিকে গতকাল কল্পনা দেবীর পরিবার সামাজিক মাধ্যমে দেখেন তাঁদের বাড়ির জগন্নাথ দেবের ছবি। যা নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। বহু মানুষ মূর্তি দেখার জন্য ভিড় জমিয়েছেন সমুদ্রের পাড়ে। সোমবার সকালে তাঁরা জানতে পারেন, মূর্তিটি স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে ঠাঁই পেয়েছে। এরপর সংবাদ মাধ্যমের সামনে যাবতীয় ঘটনা কল্পনা দেবী তুলে ধরেন। সঙ্গে বলেন, আমি চাই ওই ব্যবসায়ীর বাড়িতে পুজো পাক আমার বাড়ির জগন্নাথ দেব।
আরও পড়ুন : পাক-অধিকৃত কাশ্মীর শীঘ্রই ফিরছে ভারতের হাতে? জানতে বিস্তারিত পড়ুন
তবে প্রশ্ন উঠছে, কল্পনা দেবী এই মূর্তিটি কোথায় পেয়েছিলেন? এর উত্তরে তিনি জানান, ‘বছর খানেক আগে স্থানীয় কয়েকজন যুবক সমুদ্রের পাড়েই মূর্তিটি পেয়েছিলেন। তাঁরাই সেটাকে তুলে এনে আমাদের গ্রামের বাড়ির মন্দিরে রেখে যান। তারপর থেকে নিয়মিত শুরু করা হয়েছিল পুজো।’ তবে স্থানীয়দের একটাই চাওয়া, জগন্নাথ দেব সকলের মঙ্গল করুক।’