Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অচেতন সৌরভের বুকে একাধিকবার ছুরি দিয়ে কোপ ৷ এত জোড়ে কোপ বসানো হয়েছে যে, স্বামী সৌরভের হৃৎপিণ্ড ফুটো হয়ে যায় ৷ তারপর মাথা শরীর থেকে আলাদা করে দেওয়া হয় ৷ দুটো হাতই কব্জি থেকে আলাদা করা হয় ৷ আর প্রাক্তন মার্চেন্ট নেভি অফিসারের পা পিছনের দিকে বাঁকানো ছিল ৷ ময়নাতদন্তের রিপোর্টের পর পুলিশের অনুমান, জোর করে ওই ড্রামে সৌরভকে ভরে দেয় স্ত্রী মুসকান রাস্তোগি এবং তার ‘প্রেমিক’ সাহিল শুক্লা ৷
হাড়হিম মেরঠ হত্যাকাণ্ডের তদন্তে ধৃতদের জেরায় মিলেছে একের পর এক ভয়ংকর তথ্য। বছর উনত্রিশের সৌরভের শরীরের একাধিক অংশে কোপ মারা হয়েছিল। তাই মৃত্যুর কারণ হিসাবে ময়নাতদন্তের রিপোর্টে এটা পরিষ্কার যে অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে সৌরভের ৷ পুলিশি জিজ্ঞাসাবাদে স্ত্রী মুসকান স্বীকার করেছে যে, সৌরভকে কুপিয়েছে সে ৷ পাশাপাশি, ময়নাতদন্তের রিপোর্ট হৃৎপিণ্ডের তিনটি ক্ষতের তথ্য নিশ্চিত করা হয়েছে ৷
অভিযোগ, 4 মার্চ সৌরভ রাজপুতকে নেশা করিয়ে বেহুঁশ করে দেয় মুসকান ও সাহিল ৷ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দেহ টুকরো টুকরো করে সিমেন্ট দিয়ে একটি ড্রামে ভরে সিমেন্ট ঢেলে দেয় ৷ ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, সিমেন্টের ফলে দেহাংশগুলির যথেষ্ট ক্ষতি হয়েছে। ময়নাতদন্তের অন্তত দু’সপ্তাহ আগে সৌরভের মৃত্যু হয়। স্বাভাবিকভাবেই তাঁর দেহাংশে পচন ধরেছিল। ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন, এই ধরনের নৃশংস হত্যা আগে তাঁরা দেখেননি।
গত 18 মার্চ পুলিশে অভিযোগ জানানো হলে, মুসকান ও সাহিলকে গ্রেফতার করে পুলিশ ৷ ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন, সৌরভের হৃদপিণ্ডে তিনবার খুব জোরে কোপানো হয় ৷ যা ইঙ্গিত করে কতটা হিংস্রভাবে আক্রমণ করা হয়েছিল। ছুরির আঘাতে হৃৎপিণ্ড ফুটো হয়ে গিয়েছে ৷ পুলিশ সুপার (শহর) আয়ুশ বিক্রম সিং ময়নাতদন্তের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ড্রামে যাতে দেহাংশগুলো ধরানো যায়, তাই এত টুকরো করা হয় ৷
উল্লেখ্য, মুসকান এবং সৌরভ 2016 সালে তাঁর পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেন ৷ তাঁদের একটি বছর ছয়ের মেয়ে রয়েছে ৷ পুলিশ জানিয়েছে, মুসকান এবং সাহিল স্কুলজীবন থেকেই একে অপরকে চিনত ৷ 2019 সালে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ফের তাদের যোগাযোগ শুরু হয় ৷ তারপরই সম্পর্ক দৃঢ় হতে থাকে ৷
আরও পড়ুন:- LIC চালু করেছে দারুণ লাভজনক পেনশন স্কিম, বিস্তারিত জেনে নিন
আরও পড়ুন:- বাংলাদেশে ছাত্র আন্দোলনের ‘গরিব’ নেতাদের কোটি-কোটির ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ, জানুন বিস্তারিত