Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শুধুমাত্র বিরোধী মত দমনের জন্যই বাংলাদেশে অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযান শুরু হয়েছে বলে দাবি করল আওয়ামি লিগ। তাদের দাবি, নিজেদের ক্ষমতা দখলকে পাকাপোক্ত করতেই এই অভিযান শুরু করেছে মুহাম্মদ ইউনূসের সরকার। বাংলাদেশের জনগণ যাতে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হতে না পারে সেই লক্ষ্য নিয়েই এই অভিযান শুরু করেছে বাংলাদেশে ‘অবৈধ ও অসাংবিধানিকভাবে’ গঠিত সরকার বলেও অভিযোগ আওয়ামি লিগের।
গত শনিবার রাত থেকে শুরু হয়েছে অপারেশন ‘ডেভিল হান্ট’ । যতক্ষণ সব ‘শয়তানের’ খোঁজ পাওয়া না যাবে ততদিন এই অভিযান চলবে বলেও জানিয়েছে অন্তর্বর্তী সরকার। কোনও অপরাধীকেই ছাড়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী। মঙ্গলবার, বাংলাদেশের পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের আওতায় ৬০৭ জন-সহ মোট ১৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাঁরা আওয়ামি লিগের কর্মী এবং সমর্থক।
মঙ্গলবার রাতেই একটি বিবৃতি দিয়ে আওয়ামি লিগ দাবি করেছে, ‘ডেভিল হান্ট’-এর নামে নির্বিচারে আওয়ামি লিগের নেতাকর্মীদের উপর নারকীয় দমন-পীড়ন ও নিরপরাধ-নিরীহ মানুষদের উপর অত্যাচার চালানো হচ্ছে। শেখ হাসিনার দলের দাবি, অবৈধভাবে ক্ষমতা দখলকে পাকাপোক্ত করতে এবং বিরোধী মত দমনের জন্য অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনা করছে ইউনূস সরকার। তাদের অভিযোগ, ইতিমধ্যেই ইউনূসের সরকার বাংলাদেশ জুড়ে একটি ‘ভয়ের রাজত্ব কায়েম করেছে’। সাধারণ মানুষ যাতে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হতে না পারে সেই কারণেই এই অভিযান শুরু হয়েছে। গণগ্রেপ্তারের মাধ্যমে দেশের জনগণের কণ্ঠরোধ করতে এই অবৈধ সরকার ওই অভিযান শুরু করেছে বলেও দাবি তাদের।
আওয়ামি লিগের দাবি, শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণে নিরীহ-নিরপরাধ মানুষকে কারাগারে ঢোকানো হচ্ছে। যে ভাবে সেখানের মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে তাতে এই অভিযানকে তীব্র কটাক্ষ করেছে আওয়ামি লিগ। তাদের মতে, ‘ডেভিল হান্ট’ নাম না দিয়ে এর নাম দেওয়া উচিত ‘ইনোসেন্ট পিপল আর হান্টেড বাই দ্য ডেভিল’।
সম্প্রতি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু ভবনকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ওই বাড়িটি বাংলাদেশের সরকারের প্রত্যক্ষ মদতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ আওয়ামি লিগের। তাদের দাবি, এই বাড়ির পাশাপাশি আওয়ামি লিগের নেতাকর্মীদের বাড়িতেও হামলা হচ্ছে। যারা এই সমস্ত কাজের সঙ্গে জড়িত সেই ‘ডেভিল’দের কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না’। যারা ওই কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে বলেও বিবৃতিতে দাবি করেছে আওয়ামি লিগ।
আরও পড়ুন:- কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রচুর শিক্ষক নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বিস্তারিত দেখে নিন
আরও পড়ুন:- সপ্তাহে ৪০ ঘণ্টা কাজের রীতি শুরু হয়েছিল কীভাবে, সে এক অন্য কাহিনি