কী ভাবে ফিরে পাবেন ডিলিট হয়ে যাওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  এখন জীবনটাই হোয়াটসঅ্যাপ-ময়। প্রেম হোক বা ক্ষোভ, সুখ, দুঃখ, হতাশা সবের সাক্ষী এই হোয়াটসঅ্যাপ। দিনরাত হোয়াটসঅ্যাপে চ্যাটবক্সে জমা হয় অসংখ্য পোস্ট। কারও শয়ে, কারও হাজারে। মূল কথাটা হলো, এই মাধ্যমটা ছাড়া এখন টিকে থাকাই দুষ্কর। সেই হোয়াটসঅ্যাপ-এর চ্যাট ডিলিট হয়ে গেলে চিন্তার শেষ থাকে না।

শুধু কি চিন্তা! কত কী চলে গেল, এই ভাবনায় আকুল হয়ে ওঠাও খুব সাধারণ। তবে চিন্তার কিছু নেই, হোয়াটসঅ্যাপ থেকে উড়ে যাওয়া যে কোনও চ্যাট ফিরিয়ে আনা যায়। তার কিছু সহজ উপায় আছে। আজকের আলোচনাটা সেটা নিয়েই।

আরও পড়ুন:- সোনার বন্ড নাকি সোনার গয়না? জেনে নিন কোনটিতে বিনিয়োগ করা বেশি লাভজনক?

হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট হয় কেমন ভাবে? সাধারণত দু’ভাবে ডিলিট হয় হোয়াটসঅ্যাপ চ্যাট। প্রথমত অ্যাকসিডেন্টালি ডিলিট হয়ে যায়। আর সব চেয়ে বেশি হয় ডিভাইস বদল করলে। অর্থাৎ ফোন বদলালে পুরনো হোয়াটসঅ্যাপ পাওয়া যায় না। এই সবই পাওয়ার উপায় আছে। তার আগে একটা কথা, হোয়াটসঅ্যাপ ব্যাক আপ নিয়মিত আপডেট করাটা খুবই জরুরি। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে গুগল ড্রাইভ এবং আইওএসের জন্য আই-ক্লাউড রয়েছে। হোয়াটসঅ্যাপ সেটিং-এ গিয়ে সেট করে নিতে হবে কোন সময়ে এই ব্যাকআপ হবে। রোজ, সপ্তাহে নাকি মাসে। কারণ ব্যাকআপ না থাকলে কিছুই খুঁজে পাওয়া যাবে না।

আর একটা কার্যকর টিপস, যে হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়মিত আসে না, কিংবা খুবই জরুরি, সেগুলি হোয়াটসঅ্যাপ-এর আর্কাইভ বাস্কেটে রাখা উচিত। এতে যেমন গোপনীয়তা রক্ষা হয়, তেমনই ব্যাকআপ পাওয়া সহজ হয়।

আন্ড্রয়েডের ক্ষেত্রে ডিলিট হয়ে যাওয়া চ্যাট পেতে হলে গুগল ড্রাইভ ব্যাকআপ এর সেটিংয়ে যেতে হবে। সেখানে গিয়ে চ্যাট অপশনে গিয়ে চ্যাট ব্যাকআপ অপশন বাছতে হবে। সেখানে uninstall and reinstall whatsapp.3 অপশন বাছতে হবে। সেখান থেকে নিজের ফোন নম্বর ভেরিফাই করে নিলেই ডিলিট হওয়া চ্যাট চলে আসবে। Ios এর ক্ষেত্রে সেটিংসে গিয়ে chat অপশন বাছতে হবে। সেখানে পাওয়া যাবে chat backup.2 অপশন। সেটা ক্লিক করলেই চলে আসবে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ।

লোকাল ব্যাকআপে চ্যাট হিস্ট্রি থাকলে ফাইল ম্যানেজার এ যেতে হবে। সেখানে হোয়াটসঅ্যাপ অপশন বেছে নিতে হবে। সেখানে দেখতে হবে ফাইল নেম। এ ক্ষেত্রে ফাইলগুলো msgstore.db.crypt12 এই এক্সটেনশনে থাকবে। প্রয়োজনের ফাইল সেখান থেকে বেছে নিতে হবে। এর পর হোয়টসঅ্যাপ রিইনস্টল করে সেই ফাইল সেটআপের সময়ে বেছে নিতে হবে। এতেই মিলে যাবে হারিয়ে যাওয়া ফাইল।

হোয়টসঅ্যাপ বিজ়নেস-এর ক্ষেত্রেও একই ভাবে ব্যাকআপ পাওয়া যাবে।

এ ছাড়াও হোয়টসঅ্যাপ ব্যাকআপ পেতে কিছু অ্যাপের সাহায্য নেওয়া যেতে পারে। তবে মনে রাখতে হবে, সেই অ্যাপ যেন গুগল প্লে স্টোর থেকেই নামানো হয়। সার্চ থেকে কোনও অ্যাপ নামানো বিপজ্জনক হয়ে যেতে পারে। সাইবার ক্রাইম হতে পারে।

সব শেষে বলার, হোয়টসঅ্যাপ ব্যাকআপ পাওয়া কঠিন নয়। কিন্তু তার জন্য অবশ্যই নিয়মিত ব্যাকআপ যাতে নেওয়া হয়, সে দিকে নজর দিতে হবে।

আরও পড়ুন:- LIC চালু করেছে দারুণ লাভজনক পেনশন স্কিম, বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- বাংলাদেশে ছাত্র আন্দোলনের ‘গরিব’ নেতাদের কোটি-কোটির ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ, জানুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন