কুকুরকে কখনোই এসব খাবার খাওয়াবেন না, খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। অবশ্যই জেনে রাখুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  কুকুরকে অনেকেই খাওয়াতে ভালবাসেন। কেউ বিস্কুট খেতে দেন। আবার কেউ ভাত-রুটি খেতে দেন। 

সাধারণত, পথ কুকুরকে দেখতে পেলে বিস্কুট খেতে দেন। তবে জানেন কি, কুকুরকে এসব খাবার ভুলেও খাওয়াবেন না। 

বিশেষজ্ঞদের মতে, কুকুরকে চকোলেট দেওয়া বিস্কুট বা ক্রিমে ঠাসা বিস্কুট খাওয়াবেন না।

কুকুরকে কখনও মিষ্টি লজেন্স, মিষ্টি দেওয়া খাবার কখনওই খাওয়াবেন না। এতে কুকুরের লিভারের জটিল রোগ হতে পারে।

অধিকাংশ কুকুরই ল্যাকটোজ ইনটলারেন্ট হয়। তাই দুধ, ছানা, পনির এসব খাওয়াবেন না।

কুকুরকে আলু সেদ্ধ দেবেন না। এতে বমি ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে।

বেশি পেঁয়াজ বা রসুন দেওয়া খাবার দেবেন না কুকুরকে। এতে কুকুরের রক্তাল্পতা হতে পারে।

কুকুরকে বেশি মিষ্টি জাতীয় খাবার দিলে রক্ত জমাট বেঁধে মৃত্যু হতে পারে।

আরও পড়ুন:- দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন ? এই ঘরোয়া উপায়ে কয়েক মিনিটেই কাজ হবে

আরও পড়ুন:- বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এই রাইফেল বানাচ্ছে ভারত, মিনিটে ৭০০ রাউন্ড গুলি ছুড়তে সক্ষম।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন