কুকুর কামড়ালে প্রথমেই কী করবেন? জানাটা খুব দরকার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

indian dog

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কুকুর অনেকের খুব প্রিয় হলেও কেউ কেউ এই প্রাণীকে বড্ড ভয় পায়।

কুকুর একটু ঘেউ ঘেউ করলেই চমকে ওঠেন। কুকুরের কামড়ের শিকারও হন অনেকে।

কুকুরের যদি টিকা দেওয়া থাকে, তাহলে কামড় খাওয়া ব্যক্তির জলাতঙ্ক হওয়ার আশঙ্কা থাকে না।

কিন্তু রাস্তার অনেক কুকুরের টিকা দেওয়া থাকে না আর তার কামড় থেকে জলাতঙ্ক হতে পারে। তাই কুকুর কামড়ালে প্রথমেই কী করতে হবে, তা জেনে রাখা ভাল।

যে অংশে কুকুর দাঁত বসিয়েছে বা আঁচড়েছে, সে জায়গাটি ভাল করে ধুয়ে নিন। গরম জল ব্যবহার করলে ভাল। তা হলে সব রকম জীবাণু সেখান থেকে ধুয়ে যাবে।

পারলে সেখানে একটু অ্যান্টিসেপ্টিক কোনও দ্রব্য লাগান। তার পর অংশটি ব্যান্ডেজ করে রাখুন।

বাড়িতে অ্যান্টিসেপ্টিক কিছু না থাকলে গোলমরিচ গুঁড়ো লাগাতে পারেন। কষ্ট হবে। কিন্তু বিষ নষ্ট হয়ে যাবে।

সর্ষের তেলও বেশ কার্যকর এ ক্ষেত্রে। ক্ষতস্থানে সর্ষের তেল লাগালে জ্বালা করতে পারে ঠিকই। কিন্তু এতে আছে প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিড্যান্ট। তা ক্ষত সারাতে সক্ষম।

আক্রান্ত স্থানে হলুদ বাটাও দিতে পারেন। এর অ্যান্টিসেপ্টিক গুণ তাড়াতাড়ি ক্ষতস্থানের আশপাশে থাকা জীবাণু নষ্ট করে দিতে পারে।

এবার যেতে হবে চিকিৎসকের কাছে। চিকিৎসকের পরামর্শ মেনে টিকা নিতে হবে।

আরও পড়ুন:- জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন