‘কুম্ভের জল স্নানের উপযুক্ত ছিল’ ! দাবি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদের নতুন রিপোর্টে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদ(Central Pollution Control Board) প্রয়াগরাজের সঙ্গমের জল নিয়ে নতুন রিপোর্ট পেশ করেছে জাতীয় গ্রিন ট্রাইব্যুনালে। সেই রিপোর্টে দাবি করা হয়েছে যে, মহাকুম্ভের দরুন সঙ্গমের জল স্নানের উপযুক্ত ছিল। উল্লেখ্য, এই কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদ এর আগে একটি রিপোর্টে দাবি করেছিল যে, সঙ্গমের জলে ভেসে বেড়াচ্ছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। যার ফলে সঙ্গমের জল স্নানের জন্য একেবারেই উপযুক্ত নয়। এবার তাঁরাই আবার নতুন রিপোর্টে অন্যরকম দাবি করছেন।

আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে

প্রতিবেদনটিতে তারিখ রয়েছে ২৮ ফেব্রুয়ারির এবং রিপোর্টটি ট্রাইব্যুনালের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ৭ মার্চ। রিপোর্টিতে দাবি করা হয়েছে, ১২ জানুয়ারি থেকে গঙ্গার ৫ টি এবং যমুনা নদীর ২ টি জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। বিশেষ পূণ্য তিথিগুলির পাশাপাশি এই নমুনা সংগ্রহের কাজ করা হয়েছে সপ্তাহে দুদিন। কিন্তু সঙ্গমের জল নিয়ে এর আগেই রিপোর্ট প্রকাশ করা হয়েছে, তবে নতুন করে এই রিপোর্ট পেশ করার প্রয়োজন পড়ল কেন?

আরও পড়ুন : কোন কোন যৌন রোগে পুরুষরা আক্রান্ত হয় ? দ্রুত জানুন এবং সতর্ক হোন

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (CPCB) প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, একই স্থান থেকে বিভিন্ন তারিখে এবং একই দিনে বিভিন্ন স্থানে সংগৃহীত নমুনাগুলিতে “তথ্যের পরিবর্তনশীলতা” থাকার কারণে নতুন করে জলের গুনমানের পরিসংখ্যানগত বিশ্লেষণের প্রয়োজন দেখা দিয়েছিল। প্রতিবেদনটিতে বলা হয়েছে, “বিভিন্ন তারিখে একই স্থান থেকে নেওয়া নমুনাগুলির জন্য বিভিন্ন প্যারামিটার, যেমন জলে দ্রবীভূত অক্সিজেন (DO), জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা (BOD) এবং মল কলিফর্ম গণনা (FC)-র মানগুলিতে উল্লেখযোগ্য হেরফের রয়েছে। একই দিনে বিভিন্ন স্থান থেকে সংগৃহীত নমুনাগুলির ক্ষেত্রেও উল্লিখিত প্যারামিটারের মানগুলিতেও পরিবর্তন দেখা গিয়েছে।” ‌

আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ

আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন