কুম্ভ থেকে কত আয় হল যোগী রাজ্যের ? জানলে অবাক হবেন আপনিও

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : প্রয়াগরাজে এবারের মহাকুম্ভের আসরে জমায়েত হয়েছিল প্রায় ৬৫ কোটি পুণ্যার্থীর। শিবরাত্রির দিন শেষ হল ৪৫ দিন ধরে চলা এই মহাকুম্ভ। বহু বিতর্কের সাক্ষীও থেকেছে এবছরের কুম্ভমেলা। পদপিষ্টের ঘটনায় বহু পুণ্যার্থীর মৃত্যুর মতো ভয়াবহ ঘটনা যেমন ঘটেছে তেমনই ঘটেছে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনাও। তবে এতকিছুর মধ্যে এই মহাকুম্ভ থেকে কত টাকা ঢুকল যোগী রাজ্যের কোষাগারে?

আরও পড়ুন : RBI-এর বড় ঘোষণা, ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকার বেশি তোলা যাবে না !

রাজ্যের শিল্পপতি তথা অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত, রাজ্যের পরিবহণ, পর্যটন, হোটেল সহ একাধিক ক্ষেত্রে বিপুল টাকা এসেছে এই কদিনে। সংখ্যাটা জানলে চোখ কপালে উঠতে বাধ্য আপনারও। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবি, মহাকুম্ভ থেকে রাজ্যের অর্থনীতিতে যোগ হবে প্রায় ৩ লাখ কোটি টাকা।

আরও পড়ুন : ২ বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে, নতুন নিয়ম চালু !

প্রসঙ্গত, কুম্ভমেলা মানেই রাজ্যের কোষগার ফুলেফেপে উঠার এই হিসেবটা বেশ পুরনো। ২০১৩ সালে কুম্ভমেলায় মাত্র ১০১৭ কোটি টাকা বিনিয়োগ করেছিল উত্তরপ্রদেশ সরকার। তাতে তাঁদের আয় হয়েছিল ১২,০০০ কোটি টাকা। ২০১৯ সালে রাজ্যের আয় হয়েছিল ১.২ লাখ কোটি টাকা। সেই বছর তাঁরা খরচ করেছিল ৭৫০০ কোটি টাকা। এবার মহাকুম্ভ থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ লাখ কোটি। তবে এবারের আয়ের অঙ্ক যে পূর্বানুমানের চেয়ে অনেকটাই বেশি হতে চলেছে তা যোগীর দাবিতেই স্পষ্ট।

আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন