Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষ শাস্ত্র মতে শনিদেবের সঙ্গে শুক্রের যুতি খুব শিগগিরই আসতে চলেছে। কয়েকদিন বাদেই শুক্র কুম্ভ রাশিতে গোচর করবে। কুম্ভ রাশিতে রয়েছেন শনিদেবও। দুই গ্রহের সাক্ষাতের প্রভাব ১২ রাশিতে কম বেশি পড়বে। তবে সবচেয়ে বেশি পড়বে ৩ বিশেষ রাশিতে।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
৩০ বছর পর শনির স্বরাশি কুম্ভ রাশিতে শুক্র ও শনির যুতি দেখা যাচ্ছে। ফলে কিছু কিছু রাশির ভাগ্যে চমক আসতে চলেছে। এর ফলে এই রাশি গুলির অর্থ সম্পত্তিতে জোয়ার আসার অপেক্ষা রয়েছে। এই যুতির ফলে কারা লাভবান হবেন, দেখে নিন —
মেষ রাশি: আপনার রাশিতে আয়ের দিক থেকে বিপুল লাভ হবে। আয় বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আর্থিক অবস্থা ভালো হবে। যা নতুন বছরের শুরুর দিকে দেখা যাবে। আয়ের নতুন রাস্তা তৈরি হবে। কেরিয়ারে আসবে সাফল্য। পুরনো বিনিয়োগ থেকে পাবেন লাভ।
বৃষ রাশি : কাজের দিক থেকে উন্নতি দেখতে পাবেন। মনের মতো সাফল্য পাবেন। কর্মস্থলে বাড়বে লাভ। চাকরিতে হবে প্রমোশন। চাকরির অফার আসবে। যাঁরা কর্মসংস্থান খুঁজছেন, তাঁরা পাবেন লাভ।
মকর রাশি : এই যুতি আপনাদের গোচর কুণ্ডলীতে ধনভাবে তৈরি হতে চলেছে। এই সময় আপনি ধন সম্পদের প্রাপ্তি দেখতে পাবেন। রোজগারের দারুন ভালো সুযোগ আসবে। এই সময় আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। আপনার পরিশ্রম বাড়বে। কাজের গতি বাড়বে, ব্যবসায় সফলতা দেখা দেবে এই সময়।
আরো পড়ুন :- বছরের শেষ সূর্যগ্রহণে তৈরি হবে অশুভ যোগ ! সমস্যায় পড়বে এই ৫টি রাশি
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)