Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মর্মান্তিক পথ দুর্ঘটনা কেড়ে নিল একাধিক প্রাণ ৷ মন্দিরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়ি অপর দিক থেকে আসা একটি বাইকে ধাক্কা মারে ৷ এরপরই গাড়িটি গিয়ে পড়ে রাস্তার পাশে থাকা কুয়োর মধ্যে ৷ রবিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মান্দসৌর জেলার নারায়ণগড় থানা এলাকার কাছাড়িয়া গ্রামে ৷
ঘটনার জেরে গাড়িতে থাকা 8 জন, উদ্ধার করতে যাওয়া এক স্থানীয় বাসিন্দা ও বাইক আরোহীর মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি, আহত হয়েছেন অন্তত 4 জন ৷ খবর পেয়ে প্রশাসনের পাশাপাশি পৌঁছন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবদা ।
ঘটনায় শোকপ্রকাশ করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী । পিএমও ইন্ডিয়া একটি টুইটে লিখেছে, “মধ্যপ্রদেশের মান্দসৌরে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকাহত । যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা । আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক ।প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে । আহতদের 50,000 টাকা দেওয়া হবে ৷”
জানা গিয়েছে, চারচাকা গাড়িতে থাকা সকলেই রতলম জেলার তাল থেকে মান্দসৌর জেলার অন্তরী মাতাজি গ্রামের মন্দির দর্শনে যাচ্ছিলেন। সেই সময় খাচারিয়া চৌপাট্টিতে ঘটে এই দুর্ঘটনা। মালহারগড়ের এসডিওপি নরেন্দ্র সোলাঙ্কি এবং অতিরিক্ত এসপি গৌতম সোলাঙ্কি ঘটনাস্থলে পৌঁছে পুলিশকর্মীদের সঙ্গে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়রা তৎপরতা দেখান কুয়ো থেকে যাত্রীদের উদ্ধারের জন্য ৷ কাছাড়িয়া গ্রামের এক বাসিন্দারও যাত্রীদের উদ্ধার করতে গিয়ে মৃত্যু হয় ৷
- মালহারগড়ের এসডিওপি নরেন্দ্র সোলাঙ্কি বলেন, “নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে ৷ পাশাপাশি, দুর্ঘটনায় আহতদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
- জেলা হাসপাতালের সিভিল সার্জন ডিকে শর্মা বলেন, “আহতদের মধ্যে কয়েকজনের চিকিৎসা চলছে।”
উল্লেখ্য, পথ দুর্ঘটনায় সময় পুলিশ জানিয়েছিল, 6 জনের মৃত্যু হয়েছে ৷ পরে, গুরুতর আহত হয়ে যাঁদের চিকিৎসা চলছিল তাঁদের মধ্যে আরও 4 জনের মৃত্যু হয় ৷
- মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত গুড্ডি বাই বলেন, “আমরা রতলম জেলার একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলাম । এরপর, সবাই অন্তরী মাতাজির মন্দির দর্শনের জন্য চারচাকা গাড়িতে রওনা দিই ৷ এইসময়, কাছাড়িয়া গ্রামের কাছে আমাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ৷ কুয়োতে পড়ে যেতেই গাড়িতে থাকা আমরা সবাই অজ্ঞান হয়ে পড়ি।”
- দুর্ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা মালহারগড়ের বিধায়ক জগদীশ দেবদা ৷ উদ্ধারের সময় তিনি কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেন। তিনি ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে জানান ৷ বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে তাৎক্ষণিকভাবে সরকারি সহায়তা এবং আর্থিক সহায়তা প্রদান করা হবে।”
আরও পড়ুন:- ৪ অভ্যাস পুরুষের বন্ধ্যাত্বের কারণ, ভেঙে দেয় বাবা হওয়ার স্বপ্ন । বিস্তারিত জেনে নিন