Bangla News Dunia, Pallab : এবার ভাগ্যের চাকা খুলতে চলেছে কৃষকদের। ২০২৫-২৬ অর্থবছরের আগে বড় সুখবর দিল কেন্দ্র সরকার। এবার কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) প্রতি কুইন্টাল ৫,৬৫০ টাকা করে নির্ধারণ করেছে সরকার। হ্যাঁ একদম ঠিকই পড়েছেন। শুধু তাই নয়, ধান, গম, ডাল, তৈলবীজ সবকিছুরই এবার এমএসপি বাড়ানো হয়েছে। আর এই সিদ্ধান্তে খুশির জোয়ার হয়েছে কৃষকদের মনে।
আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন
কতটা এমএসপি বাড়ানো হলো? পরিসংখ্যান কী বলছে?
২০২৪ সালে কাঁচা পাটের এমএসপি ছিল মাত্র ৫৩৩৫ টাকা। আর এবার তা ৩১৫ টাকা বাড়ানো হয়েছে। এবার দাম দাঁড়িয়েছে ৫,৬৫০ টাকা। শতকরা হিসেবে এটি ৬% বৃদ্ধি। আর শুধু এবছর নয়। বরং গত ১০ বছর ধরে পাটের এমএসপি বেড়েই চলেছে।
২০১৪-১৫ সালে যা ছিল মাত্র ২,৪০০ টাকা। আর ২০২৫-২৬ সালে এসে দাঁড়িয়েছে ৫,৬৫০ টাকা। অর্থাৎ প্রায় ২.৩৫ গুণ বৃদ্ধি। আর এটাই প্রমাণ করছে, কেন্দ্র সরকার এখন কৃষকদের কতটা আর্থিক সুরক্ষা দিতে চাইছে।
অন্যান্য ফসলের জন্য নতুন এমএসপি
এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, বিভিন্ন ফসলের এমএসপি উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। যেমন-
- ধানের জন্য ২,৩০০ টাকা।
- গমের জন্য ২,৪২৫ টাকা।
- বার্লির জন্য ১,৯৮০ টাকা।
- জোয়ারের জন্য ২,৩২০ টাকা।
- রাগির জন্য ৪,২৯০ টাকা।
- তুতো ডালের জন্য ৭,৭৫০ টাকা।
- মুগডালের জন্য ৮,৬৮২ টাকা।
- উড়িদ ডালের জন্য ৭,৪০০ টাকা।
- সয়াবিনের জন্য ৪,৮৯২ টাকা।
- সূর্যমুখী বীজের জন্য ৭,২৮০ টাকা।
- তুলার জন্য ৭,১২১ টাকা।
- নারকেলের জন্য ১১,১৬০ টাকা।
- আখের জন্য ৩৪০ টাকা।
আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে