কৃষক ও শ্রমিকদের ভাতা বাড়ালো কেন্দ্র সরকার ! কাদের কত টাকা বাড়ছে ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : কৃষক ও শ্রমিকদের জন্য কেন্দ্র সরকারের নতুন সিদ্ধান্ত। তাঁদের স্বার্থে এবার ভাতা বাড়ালো কেন্দ্র সরকার। আসলে কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে চালু করা হয়েছে নতুন মজুরির হার (Wages Hike). এখন জেনে নেওয়া যাক কাদের কত টাকা বাড়ছে। বছরের মাঝ পর্বে দাঁড়িয়ে কত টাকা অতিরিক্ত পাবেন আপনারা।

আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে কোন সুপারফুড খাবেন ও কি এড়াবেন? জানতে বিস্তারিত পড়ুন

কৃষক ও শ্রমিকদের ভাতা বাড়াল কেন্দ্রীয় সরকার!

আজ থেকে চালু হলো নতুন মজুরির হার। কেন্দ্র সরকার জানিয়েছে নয়া সিদ্ধান্ত। ভারত সরকারের তরফে সম্প্রতি চলতি বছর তথা ২০২৫ সালের জন্য নতুন করে ন্যূনতম মজুরি হার (Minimum Wages Hike) ঘোষণা করা হয়েছে। যার দ্বারা উপকৃত হবেন লাখ লাখ মানুষ। আপনাদের জেনে রাখা দরকার, ন্যূনতম মজুরি হল সেই সর্বনিম্ন পরিমাণ যা একজন নিয়োগকর্তা তার কর্মীকে কাজের বিনিময়ে প্রদান করতে বাধ্য থাকে। আর এবার সেই নতুন ন্যূনতম মজুরি হারে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে এই সিদ্ধান্ত বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের উপর প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে।

মজুরির হার কতটা বাড়িয়েছে সরকার?

স্বাধীনতার পরের বছর তথা ১৯৪৮ সালের ন্যূনতম মজুরি আইনের অধীনে এটি নির্ধারিত হয়েছিল। এটি শ্রমিকদের শোষণ রোধ এবং তাদের ন্যূনতম জীবনযাত্রার মান নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্ত অনুসারে কৃষি খাতে, অদক্ষ শ্রমিক দের দৈনিক মজুরি বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৫০ টাকা।

আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন

যা প্রায় ১৫% বৃদ্ধিকে নির্দেশ করে। আর আধা-দক্ষ কর্মী দের জন্য দৈনিক মজুরি হয়েছে ৪০০ টাকা এবং দক্ষ কর্মীদের জন্য এটি নির্ধারিত হয়েছে ৪৫০ টাকা।এর পাশাপাশি নির্মাণ খাতের অদক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি হয়েছে ৪০০ টাকা, যারা আধা-দক্ষ কর্মী তাঁদের জন্য হয়েছে ৪৫০ টাকা, দক্ষ কর্মীদের জন্য নির্ধারিত হয়েছে ৫০০ টাকা এবং অত্যন্ত দক্ষ কর্মীদের জন্য এটি ৫৫০ টাকা নির্ধারিত হয়েছে।

এছাড়াও সেবা খাতে, অদক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি স্থির হয়েছে ৩৭৫ টাকা, যারা আধা-দক্ষ কর্মী তাঁদের জন্য নির্ধারিত হয়েছে ৪২৫ টাকা এবং দক্ষ কর্মীদের জন্য এটি ৪৭৫ টাকা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই বলা যায়, এই নতুন মজুরির হার বাস্তবায়ন হওয়ার ফলে শ্রমিকদের আয় বৃদ্ধি পাবে ও তাদের জীবনযাত্রার উন্নয়ন ঘটবে।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন