Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কৃষকদের উন্নতি স্বার্থে কৃষক বন্ধু (Krishak Bandhu) প্রকল্পের সূচনা করেছিলেন। এনারা রাজ্যবাসীর মুখে খাদ্য তুলে দিলেও তাঁদের সংগ্রাম করেই দিন চলে। প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বৃদ্ধি, এই মূল্যবৃদ্ধির মাঝে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে গিয়ে কার্যত হাঁপিয়ে ওঠেন তাঁরা। তাই রাজ্য সরকার এই মানুষগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কৃষকদের একাউন্টে আর্থিক সাহায্য পাঠাচ্ছে সরকার। চলছে বর্ষার মরশুম। কৃষকরা এবার সরকারি প্রকল্পের (Government Scheme) টাকা পেয়ে যাবেন।
What is Krishak Bandhu Scheme?
কৃষকবন্ধুদের জন্য রাজ্য সরকারের প্রকল্পটি কয়েক বছরের মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। এদিকে, কেন্দ্রের মোদি সরকার কিষানদের জন্যই পিএম কিষান যোজনা (PM Kisan) প্রকল্প চালু করেছে। ভারত মৌসুমী বায়ুর দেশ। মৌসুমী বায়ুর ওপর নির্ভর করেই চাষবাস চলে দেশের বিভিন্ন প্রান্তে। তবে এখন জীবিকা সত্তা ভিত্তিক কৃষির বদলে এই দেশের কৃষকরা বাণিজ্যিক কৃষির দিকে আগ্রহ দেখাচ্ছেন। ফলে আধুনিক কৃষি পদ্ধতি এসেছে দেশে। আর তার জন্য দরকার আর্থিক সহায়তা।
কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ
পশ্চিমবঙ্গে বসবাসকারী কৃষকদের কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। এই প্রকল্পের সাহায্যের পরিমাণ ও আবেদন পদ্ধতি না জানলে অ্যাপ্লিকেশন করা সম্ভবপর হবে না। পশ্চিমবঙ্গ সরকারের কৃষকবন্ধু প্রকল্পে আবেদন জানানো কৃষক ও বর্গাদারদের প্রতিবছর একক প্রতি ১০ হাজার টাকা করে দুটি সমান কিস্তিতে প্রদান করা হয়ে থাকে। আলাদাভাবে খারিফ ও রবি মরশুমের জন্য এই টাকা পেয়ে থাকেন বঙ্গের কৃষকরা।
তবে যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের কম, তাঁদের জন্য সরকার আনুপাতিক হারে বছরে ন্যূনতম ৪,০০০ টাকা আর্থিক সহায়তা নিশ্চিত করেছে। এই প্রকল্পের (Government Scheme) সবচেয়ে বড় সুবিধা হল, সরকারি অনুদানের টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। তাই এক্ষেত্রে কোন মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপের সুযোগ থাকে না ও প্রকল্পের স্বচ্ছতা বজায় থাকে।
টাকা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার
চলতি বছরের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, এই বছর খরিফ মরশুমের জন্য রাজ্যে বসবাসকারী প্রায় ১ কোটি ৯ লক্ষ কৃষক প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তাঁদের জন্য সরকার মোট ২,৯৩০ কোটি টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে। এছাড়া রবি মরশুমের জন্যও কৃষকদের সমপরিমাণ অর্থ বরাদ্দ করা হবে বলে জানা যাচ্ছে। সম্প্রতি এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের এক্স হ্যান্ডেলে ঘোষণা করেছেন।
এছাড়া, রাজ্যে সরকারের কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu) অধীনে নথিভুক্ত থাকা কোনো কৃষকের বয়স যদি ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হয় এবং সেই কৃষকের মৃত্যু হয়, তবে সরকার সেই কৃষকের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করে থাকে। শুধুমাত্র আর্থিক সহায়তা নয় বলা যায়, এই প্রকল্পটি সমস্ত কৃষকদের পরিবারকে সামাজিক সুরক্ষাও প্রদান করে থাকে।
উপসংহার
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত এই রাজ্যের প্রায় ১ লক্ষ ৪৬ হাজার কৃষক পরিবার প্রকল্পের (Krishak Bandhu) দ্বারা উপকৃত হয়েছেন এবং তাঁদের মোট ২,৯২০ কোটি টাকা প্রদান করা হয়েছে। আগামী দিনেও এই প্রকল্পে নথিভুক্ত হওয়া কৃষকের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। আর নতুন মরশুমের টাকা অতি শীঘ্রই হয়তো পেয়ে যাবেন আপনারা।