Bangla News Dunia, দীনেশ :- লাল রঙের বিলাসবহুল একটি ল্যাম্বরগিনি গাড়ির চালকের আসনে বসে থাকা ব্যক্তি উদাসীন ভাবে জিজ্ঞেস করলেন, ‘কেউ মারা গেছে কি?’ আর এমন প্রশ্নটি তিনি করেন সদ্য ফুটপাথ দিয়ে হেটে চলা দুই শ্রমিককে ধাক্কা মারার পর। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ৯৪ এলাকার একটি নির্মাণাধীন কমপ্লেক্স সংলগ্ন ফুটপাতে।
এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ফুটপাতের ওপর উঠে রয়েছে লাল রঙের গাড়িটি। আর সেই গাড়ির দিকে ছুটে চলেছেন সেফটি হেলমেট এবং কমলা রঙের জ্যাকেট পড়া কিছু শ্রমিক। তাঁদের মধ্যে একজন গাড়ির দরজাটি খোলার পর চালকের আসনে বসে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করেন, ‘খুব স্টান্ট শিখে গিয়েছ?’ যার উত্তরে বিলাসবহুল ওই গাড়িটির চালক উদাসীনভাবে প্রশ্ন ছুড়ে দেয়,‘কেউ মারা গেছে কি?’
আরও পড়ুন:- কম বিনিয়োগে ১০টি লাভজনক ব্যবসার আইডিয়া, বিস্তারিত জেনে নিন
এরপর চালককে গাড়িটি থেকে বেরিয়ে আসতে দেখা যায়। সেইসময় ভিডিওটিতে একজনকে বলতে শোনা যায়, ‘পুলিশ ডাকো।’ এরপরেই ল্যাম্বরগিনির চালক বলে ওঠে, ‘আমিতো এক্সিলেটরে হালকা চাপ দিয়েছিলাম।’ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত করা হয় গাড়িটিকেও। সুত্রের খবর,গাড়িটির রেজিস্ট্রেশন রয়েছে পুদুচেরির।
আরও পড়ুন:- জেল সুপারের কাছে ‘লিভ ইন’ করার আর্জি সাহিল-মুসকানের, জানতে বিস্তারিত পড়ুন
জানা গিয়েছে, গাড়িটি পথচারীদের ধাক্কা মারার পর একটি গাছে ধাক্কা মেরে দাঁড়িয়ে গিয়েছিল। আহত ২ শ্রমিককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের আঘাত তেমন গুরুতর নয় বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।