Warning: exif_imagetype(https://banglanewsdunia.com/wp-content/uploads/2024/08/59918c3a-897f-4d2e-a44c-a2c516c47837.png): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /home/u842153353/domains/banglanewsdunia.com/public_html/wp-includes/functions.php on line 3338

Warning: file_get_contents(https://banglanewsdunia.com/wp-content/uploads/2024/08/59918c3a-897f-4d2e-a44c-a2c516c47837.png): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /home/u842153353/domains/banglanewsdunia.com/public_html/wp-includes/functions.php on line 3358

কেউ লুকিয়ে আপনার কল রেকর্ড করছে না তো? কিভাবে বুঝবেন জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গুগল ডায়ালার থেকে কল রেকর্ডিং ফিচার অপসারণের পর অনেক কোম্পানি তাদের প্ল্যাটফর্ম থেকে এই ফিচারটি সরিয়ে দিয়েছে। তবে এখনও অনেক উপায় আছে যার সাহায্যে লোকেরা কল রেকর্ডিং করতে পারে। আপনার কল কেউ রেকর্ড করছে কি না বোঝ যায় যদি কায়দা আপনার জানা থাকে। চলুন দেখে নিই কীভাবে কেউ কল রেকর্ড করতে পারে।

বিপ শব্দ হল সংকেত
আসলে অনেক দেশে গোপনে কারও কল রেকর্ড করা বেআইনি। এই কারণেই বেশিরভাগ মোবাইল ফোন নির্মাতারা হ্যান্ডসেটে বিপ সাউন্ড যুক্ত করে। এই কারণে যখন কেউ আপনার কল রেকর্ড করে, আপনি বিপ শব্দ শুনতে পান।

কল করার সময় যদি আপনার ফোনে এই ধরনের শব্দ শুনতে পান, তাহলে বুঝুন আপনার কল রেকর্ড করা হচ্ছে। এই বৈশিষ্ট্যটি সব ফোনে পাওয়া না। এই বৈশিষ্ট্যটি সব ফোনের মেলে না। তাই কেউ এর ওপর পুরোপুরি নির্ভর করতে পারে না।

আরও পড়ুন:- বর্ষায় ছাদ, দেওয়াল ড্যাম্প হওয়া থেকে আটকাবেন কীভাবে? জেনে নিন

সিঙ্গল বিপও সংকেত
অনেক সময় কল রেকর্ডিংয়ের সময় সিঙ্গল বিপের শব্দও আসে। এই ক্ষেত্রে আপনার কল সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে একই সঙ্গে একটি দীর্ঘ বিপ শব্দ শোনা যায়। এই শব্দটি রেকর্ডিং অ্য়াক্টিভেট ছাড়া আর কিছুই নয়। ফিচার ফোনে এই সিগন্যাল পাওয়া যায়।

এ ছাড়া অনেক সময় কল রেকর্ডিং-এ মেসেজ পাওয়া যায়। সেই মেসেজে কল রেকর্ডিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনি অন্য একটি অডিও শুনতে পাবেন, যেটিতে আপনি কল রেকর্ডিং শুরু করার বার্তা পাবেন। এখন কল রেকর্ডিংয়ের ঘটনা অনেক কম হয়ে গেছে।

এর প্রধান কারণ হল গুগল সহ বেশিরভাগ কোম্পানির কল রেকর্ডিং সরিয়ে নেওয়া। গুগলের পর ট্রুকলারও তার প্ল্যাটফর্ম থেকে কল রেকর্ডিংয়ের ফিচারটি বন্ধ করে দিয়েছে। যেসব কোম্পানির ফোনে Google ডায়ালার ব্যবহার করা হয়, আপনি আর এই অপশনটি একইভাবে পাবেন না।

তবে ফিচার ফোনে এখনও কল রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে। এর সাহায্যে যে কেউ সহজেই আপনার কল রেকর্ড করতে পারে। এমন পরিস্থিতি এড়াতে কিছু বিষয় মাথায় রাখতে হবে।

আরও পড়ুন:- ভারতে আসছে রোগা হওয়ার সস্তার ওষুধ, এই ওষুধ কিভাবে ব্যবহার করতে হবে এবং কতটা কার্যকরী হবে? জানুন

আরও পড়ুন:- এসব খাবারে কিডনিতে স্টোন তৈরি হয়, কিডনি ভাল রাখতে এই খাবার গুলি এড়িয়ে চলুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন