Bangla News Dunia, Pallab : ৭ অগাস্ট প্রকাশিত হবে রাজ্য জয়েন্টের ফল (WBJEE Result 2025), বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : পেনশন না থাকলেও দুশ্চিন্তা নেই, LIC-এর এই ৪ স্কিম নিশ্চিত করবে অবসর জীবন
২৭ এপ্রিল রাজ্যের ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি কলেজগুলিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা হয়েছিল। কিন্তু ওবিসি (OBC) জটের কারণে আটকে ছিল ফলপ্রকাশ। তিনমাস কেটে গেলেও ফলাফল প্রকাশিত না হওয়ায় হতাশ হয়ে পড়েন অনেক পরীক্ষার্থী। সম্প্রতি ওবিসি তালিকা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ জট কেটেছে। এরপরই ফলপ্রকাশের জন্য তৎপর হয় বোর্ড (Board)।
বৃহস্পতিবার দুপুরে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, বোর্ড ফলপ্রকাশের জন্য তৈরিই ছিল। কিন্তু ওবিসি সংক্রান্ত মামলা বিচারাধীন হওয়ায় সেই প্রক্রিয়া থমকে যায়। অবশেষে জটিলতা কেটে যাওয়ায় বুধবার উচ্চশিক্ষা দপ্তরের তরফে বোর্ডকে ফলপ্রকাশের নির্দেশ দেওয়া হয়। আগামী ৭ অগাস্ট জয়েন্টের ফল প্রকাশিত হতে চলেছে। ওইদিন পড়ুয়ারা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফল জানতে পারবেন।