কেতুর দশা কি হয় ? কেতু গ্রহ আপনার জীবনে কি প্রভাব ফেলে দেখুন

By Bangla News Dunia Dinesh

Updated on:

rahu ketu groho

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- কেতু হল ছায়া গ্রহ। অনেকে সর্পের সাথে তুলনা করে থাকে। রাহুর মতো কেতুও যেই রাশিতে বসে তার মালিকের মত ফল দেওয়ার চেষ্টা করে। তবে যদি কেতু কোন গ্রহ এর সাথে জুটি বাঁধে তবে সেই গ্রহের প্রভাব কমিয়ে দেয়।

শাস্ত্র মতে কুচবৎ কেতু অর্থাৎ মঙ্গলের ছায়া কেতু,তাই অনেক সময় বলা হয় মঙ্গলের মত কেতু তাড়াতাড়ি ফল দেয়,অনেকে আবার বৃহস্পতি এর সাথে কেতুকে দেখে কারণ কেতু বৈরাগী ও আধ্যাতিক গ্রহ। আবার কেউ রাহু ও কেতুকে শনির হাতের সাথে তুলনা করে। কেউ কেউ চন্দ্রের নিম্ন বিন্দুকে কেতু বলে থাকেন।

কেতুদেব কে বৃশ্চিক / ধনু রাশি তে উচ্চস্ত ধরা হয়। কেতুর উচ্চ হওয়ার ডিগ্রি কেউ কেউ 20 ডিগ্রি কেউ কেউ 6 ডিগ্রি ধরে। কেতু সাধারণত বৃষভ/মিথুনে নিচ হয়। যদিও অনেক পন্ডিত মিন রাশিতে ভাল ফল দেয় ধরে।

niladri-misra

কেতু এর মূল ত্রিকোণ রাশি সিংহ রাশি।
কেতু সাধারণত জল রাশি ও অগ্নি রাশিতে ভাল ফল দেয়।

কেতু দেব 48 বছর বয়সে active হয় বলে অনেক পন্ডিতের ধারণা।

কেতু দেবের কৃপা পেতে গণেশজি অথবা ধুমাবতী এর পুজো করা প্রয়োজন।
কেতু দেব কে শাস্ত্রে ঝান্ডা বা বিজয় পতাকার সাথে তুলনা করা হয়।

কেতুর দশা 7 বছর চলে।
কেতু এর তিনটি নক্ষত্র যথা অস্বিনী,মঘা ও মুলা। কেতুর নক্ষত্র গুলিকে গন্ড মূল নক্ষত্র বলে।

কেতু রবি ও চন্দ্রের সাথে বসে গ্রহণ দোষ করে। অন্যদিকে গুরু ও শুক্রের সাথে বসে জরত্ব দোষ করে আবার শনির সাথে বসে নাগমুনি যোগ করে ( এই যোগ সব ঘরে হয় না)। শনি ও কেতু যোগ মানুষের জীবনে নানা সমস্যা দেয়।

আরো পড়ুন :- সূর্য গ্রহ আমাদের জীবনে কি প্রভাব দেয় বিস্তারিত জানুন

কেতু দ্বাদশ ভাবে কেমন ফল দেয় সাধারণ ভাবে বর্ণনা করলাম :-

1) লগ্নে যার থাকে কেতু পরের ধন এ বাঁধে সেতু (খনার বচন)। এর মানে লগ্নে কেতু থাকলে অন্যের সম্পত্তি পেতে পারে।
শুধু তাই নয় লগ্নে কেতু জাতকে চাপা স্বভাবের করে,জেদি,রাগী করে,দ্বিধা ও দ্বন্দে ভোগে,ডিসিশন নিতে পারে না অনেক সময় ইত্যাদি।

2) 2য় ঘরে হাউসে কেতু গলার সমস্যা দেয়,স্বল্প ভাসি হয়,গলার ভয়েস ভাল হয় না,স্বল্প ব্যায় করে, মাঝে মাঝে উগ্র কথাবার্তা বলে,কুটুম্ব দের সাথে সম্পর্ক খারাপ করায় ইত্যাদি। অনেক সময় খাবারের দিকে অনীহা জন্মায়। খারাপ কেতু নেশা করতে পারে।ইত্যাদি

3) 3য় ঘরে কেতু যোগাযোগ বিলম্ব করে,অনেক সময় দেখা যায় ভাই এর সাথে সম্পর্ক খারাপ করে,অনেক সময় ভাই নাও থাকতে পারে,নিজের থেকে ছোট কার কাছ থেকে ক্ষতি হতে পারে কেতু খারাপ হলে। তবে 3য় তে কেতু জাতককে মেহনতি করায়।

4) 4থ ঘরে কেতু মায়ের শরীর খারাপ করে,বাস্তু সমস্যা করে,সুখ ও শান্তি বিনষ্ট করে,গাড়ি,বাড়ি প্রাপ্তিতে বিলম্ব করে,পড়াশুনা বাড়ি থেকে দূরে করায় অনেক সময়।

5) 5থ ঘরে কেতু পড়াশুনা,প্রেম,সন্তান ভাগ্য খারাপ করে।

6) 6থ ঘরে কেতু শত্রু বিনষ্ট করায়, তবে খারাপ কেতু রোগ,ঋণ,মামলা মোকদ্দমা তে ক্ষতি করায়। জাতকের গুপ্ত রোগ ও গুপ্ত শত্রুতা দেখা দিতে পারে। তবে কেতু 6মে ভাল থাকলে হটাৎ প্রাপ্তি ঘটায়।

7) 7ম ঘরে এ কেতু বিবাহ দেরিতে করায়, বিবাহ হলে বিবাহিত জীবনে সমস্যা দেখা যায়,ব্যাবসায় ক্ষতি হয়,জীবন সঙ্গিনী খুব চাপা স্বভাবের হবে।

8) 8ম ঘরে এ কেতু বিবাহ জীবনে ক্ষতি করে,গুপ্ত জ্ঞানের পতি আগ্রহ জাগায়,গুপ্ত শত্রুতা দেয়,গুপ্ত রোগ দেয়, 8ম এ কেতু এমন রোগ দেয় যেটা ডাক্তার অনেক সময় ধরতে পারে না। তবে শত্রু হন্তা করায়, হটাৎ প্রাপ্তি ঘটায়। বিবাহিত জীবনে সমস্যা দেয়।

9) 9ম ঘরে এ খারাপ কেতু ভাগ্য বিড়ম্বনা করে ,উচ্চ শিখায় বাঁধা দেয়,বাবার জায়গা খারাপ করে,আধ্যাতিক করে জাতককে।

10) 10 ঘরে এ কেতু জাতকের কর্ম খারাপ করে,কোন কাজে স্থিরতা থাকে না,কর্ম পরিবর্তন করায়।

11) 11 ঘরে এ কেতু ভাল তবে জাতককে খুব কুঁড়ে করায়, হটাৎ প্রাপ্তি এনে দেয়। জাতকের ভ্রমণ এ বাঁধা দেয়।

12) 12 ঘরে এ কেতু ভাল থাকলে জাতক ধর্ম বিশ্বাসী হবে,একা থাকতে পছন্দ করবে। বিবাহিত জীবনে বেড সুখ কম করে।

বি: দ্রষ্টব্যঃ কেতুদেব রহস্যময় দেবতা । কেতু দেব এর বিচার করতে এবং রেমেডি দিতে হলে কেতুদেব এর পজিশন,ডিগ্রি,মিত্রতা,তৎকালীন মিত্রতা,সড়বল,D-9 চার্ট ,নক্ষত্র দেখা দরকার।

কেতু যদি খারাপ থাকে কুকুরকে খাওয়ান বা বৃদ্ধ দের সেবা করুন।কেতু দেব এর প্রতিকার কেটস আই, টাইগার আই ইত্যাদি। কেতু দেব পরিচয় ঘটায় কে তুই? কেতু।

(আমি আমার ব্যক্তিগত মতামত দিলাম ভুল ত্রুটি মার্জনীয়)

আরো পড়ুন :- গ্রহ রাজ শনি আপনার জীবনে কি প্রভাব ফেলে বিস্তারিত জানুন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 


জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন