Bangla News Dunia, Pallab : ভারতে যারা বসবাস করেন তাদের একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় অর্থনৈতিক সমস্যা। বিশেষ করে যারা বয়স্ক হয়ে যান তারা পরবর্তীকালে কিভাবে জীবন যাপন করবেন তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন। তাই ভারতে বয়সকালীন আর্থিক নিরাপত্তা একটি বড় চিন্তার বিষয়। যারা সরকারি কাজ করেন তারা তো অবসরকালীন সময়ে পেনশন পান কিন্তু অসংগঠিত ক্ষেত্রে কর্মরত লক্ষ লক্ষ মানুষ অবসরের পরে কোনও নির্দিষ্ট আয়ের উৎস পান না। ঠিক এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকার ২০১৫ সালে চালু করেছিল অটল পেনশন যোজনা (Atal Pension Yojana)। এই প্রকল্প ২০২৫ সালেও ততটাই গুরুত্বপূর্ণ, যতটা প্রথম দিনের ছিল। আজকের প্রতিবেদনে আমরা বিশদে জানাবো কীভাবে এই প্রকল্পে বিনিয়োগ করলে অবসরের পরে আপনি মাসে ৫০০০ টাকা পর্যন্ত নিশ্চিত পেনশন পেতে পারেন।
আরও পড়ুন : ‘ভয় পাবেন না, বুক চিতিয়ে লড়ব’ ! সমর্থকদের উদ্দেশে বার্তা মিঠুনের
অটল পেনশন যোজনা ২০২৫: কী এই প্রকল্প?
Atal Pension Yojana (APY) হল একটি সামাজিক সুরক্ষা প্রকল্প, যা মূলত অসংগঠিত খাতের কর্মীদের জন্য চালু করা হয়েছে। বিশেষ করে যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত বিশেষ করে বেসরকারি কাজ বা বিভিন্ন ভাবে চাষবাস বা অন্য কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা এই প্রকল্পের মাধ্যমে বিশেষ সুবিধা পেয়ে যাবেন। এই স্কিমের মাধ্যমে ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে কোনও ভারতীয় নাগরিক নির্দিষ্ট পরিমাণ অর্থ মাসে বা বছরে জমা রেখে ৬০ বছর বয়সে পৌঁছানোর পর মাসে ₹1000 থেকে ₹5000 পর্যন্ত পেনশন পেতে পারেন। এই প্রকল্পটি Pension Fund Regulatory and Development Authority (PFRDA)-র তত্ত্বাবধানে পরিচালিত হয়।
প্রধান বৈশিষ্ট্যসমূহ
বৈশিষ্ট্য | বিবরণ |
---|---|
চালুর বছর | ২০১৫ প্রথম চালু হয় |
বয়সসীমা | ১৮-৪০ বছর |
পেনশন পরিমাণ | ₹1000, ₹2000, ₹3000, ₹4000, ₹5000 প্রতি মাসে |
অবসরের বয়স | ৬০ বছর |
নমিনি সুবিধা | রয়েছে |
কর ছাড় | 80CCD(1B) অনুযায়ী ₹৫০,০০০ পর্যন্ত |
কে আবেদন করতে পারবেন?
- যেকোনও ভারতীয় নাগরিক হলেই আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন।
- বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে
- আবেদনকারীর একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে (ব্যাঙ্ক বা পোস্ট অফিস)
- আবেদনকারীকে একটি বৈধ মোবাইল নম্বর ও আধার নম্বর দিতে হবে
মাসিক পেনশন এবং বিনিয়োগের পরিমাণ
আপনার বয়স ও পেনশন পরিমাণ অনুযায়ী মাসিক চাঁদা বিভিন্ন রকম হয়। নিচের টেবলে বয়স অনুযায়ী চাঁদার পরিমাণ তুলে ধরা হলো:
বয়স | ₹1000 পেনশনের জন্য | ₹2000 পেনশনের জন্য | ₹3000 পেনশনের জন্য | ₹4000 পেনশনের জন্য | ₹5000 পেনশনের জন্য |
---|---|---|---|---|---|
18 | ₹42 | ₹84 | ₹126 | ₹168 | ₹210 |
25 | ₹76 | ₹151 | ₹226 | ₹301 | ₹376 |
30 | ₹116 | ₹231 | ₹347 | ₹462 | ₹577 |
35 | ₹181 | ₹362 | ₹543 | ₹722 | ₹902 |
40 | ₹291 | ₹582 | ₹873 | ₹1164 | ₹1454 |
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর
আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র