কেন্দ্রের নতুন নিয়মে রাজ্যে বন্ধ হচ্ছে সমস্ত বিএড কলেজ !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : দেশের শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সম্প্রতি নিয়ে এসেছে নতুন একটি বদল। যেই বদরের ফলে একই সঙ্গে পশ্চিমবঙ্গের প্রচুর ডিএলএড এবং বিএড কলেজ বন্ধ হয়ে যেতে পারে। কেন্দ্রীয় শিক্ষানীতির আওতায় মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই নতুন নিয়মের ফলেই আগামী দিন থেকে এই সমস্ত কলেজে সাধারণ অর্থাৎ জেনারেল কলেজ এর মতই B.A, B.Com, B.Sc ইত্যাদি কোর্স শিক্ষার্থীদের করাতে হবে।

আর সেই নিয়ম যদি না মেনে চলা হয় তাহলে নতুন শিক্ষকের প্রশিক্ষণ কোর্স অর্থাৎ ITEP চালু করার অনুমতি দেবে না কেন্দ্রীয় সরকার। সরকারি হিসাব অনুযায়ী যদি এই নিয়ম পশ্চিমবঙ্গে কার্যকর করা হয় তাহলে রাজ্যের সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট প্রায় 1200টি d.el.ed এবং b.ed কলেজ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যার ফলে ইতিমধ্যেই এটা সমস্ত কলেজদের পক্ষে অতি খারাপ খবর হয়ে ধরা দিয়েছে এবং এর ফলে সারা শিক্ষা ক্ষেত্রে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু কেন্দ্রের এই নতুন নিয়ম হঠাৎ কেন করা হচ্ছে? সেই সম্বন্ধিত বিস্তারিত তথ্য এবার দেখে নেওয়া যাক।

আরও পড়ুন : RBI-এর বড় ঘোষণা, ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকার বেশি তোলা যাবে না !

কি বলছে কেন্দ্রীয় সরকার নতুন শিক্ষানীতির নিয়মে ?

সম্প্রতি National Council of Teacher Education (NCTE) খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে, 2025-26 শিক্ষাবর্ষ থেকে নতুন পদ্ধতি কোর্স চালু করতে হবে প্রতিটা কলেজকে । কিন্তু হঠাৎই এমন নতুন নিয়ম চালু করার কারণে এখনো পর্যন্ত বেশিরভাগ করে দিয়েছি সেই নিয়ম মানতে পারেনি, গোটা দেশ দেশজুড়ে শুধুমাত্র 65টি শিক্ষা প্রতিষ্ঠান এই যোগ্যতা শুধুমাত্র অতিক্রম করতে পেরে।

কেননা কেন্দ্রের এই নতুন নিয়মে প্রত্যেকটা d.el.ed এবং b.ed কলেজের কাছে পর্যাপ্ত জমি থাকা প্রয়োজন, এছাড়াও পরিকাঠামত উন্নয়ন এবং পর্যাপ্ত সংখ্যক শিক্ষক থাকাও যথেষ্ট দরকার। তা না হলে এটা করা কোনো মতই সম্ভব হয়ে উঠবে না। যার ফলে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে যে, কেন্দ্রের এই কঠিন নিয়ম যদি পূরণ করতে না পারে কোন কলেজ, তাহলে সেই কলেজের সঙ্গে কি করা হবে ? এই নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রের এই শর্ত পূরণ না করতে পারলে পশ্চিমবঙ্গের বেশিরভাগ d.el.ed এবং b.ed কলেজ বন্ধ করে দেওয়া হতে পারে কেন্দ্র সরকারের তরফ থেকে ।

আরও পড়ুন : ২ বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে, নতুন নিয়ম চালু !

ITEP হল নতুন শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কোর্স

Integrated Teacher Education Program (ITEP) যাকে বাংলায় বললে বলা যেতে পারে নতুন শিক্ষকদের প্রশিক্ষণ কোর্স, চালু করার কথা বলা হয়েছে। মূলত দ্বাদশ শ্রেণী পাস করার পর 4 বছরের এই কোর্সটি করলে সেটি ডিএলএড এবং বি এড ডিগ্রির সমতুল্য বলে ধরা হবে।

যার ফলে সমস্ত প্রশিক্ষণ কারীরা বিএড করার জন্য 1 বছর সময় এর সাশ্রয় করতে পারবে এবং আরো আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ গ্রহণ করা সম্ভব হবেই। আগামী 2028 সালের মধ্যে দেশের সমস্ত কলেজের নতুন নিয়মের অধীনে পরিকাঠামগত উন্নয়ন এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে হবে। না নিতেই কলেজকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেওয়া হবে কেন্দ্রের তরফ থেকে।

এই নতুন পরিবর্তনের কি প্রভাব পড়তে পারে ?

দেশের শিক্ষা নীতিতে কেন্দ্রের এই নতুন পরিবর্তনের ফলে দেখা দিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব, সেগুলি হল – দেশের প্রচুর কলেজ বন্ধ হয়ে যাবে। চাকরি যাবে প্রচুর সংখ্যক অধ্যাপক এবং শিক্ষা কর্মীদের, এছাড়াও নতুন শিক্ষকদের প্রশিক্ষণ নেওয়া আরো বেশি কঠিন হয়ে উঠবে ভবিষ্যতে।

আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন