কেন নিজের নাম বদলের কথা ভাবছেন পরমব্রত চট্টোপাধ্যায়, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নীরজ পাণ্ডের ‘খাকি: দ্যা বেঙ্গল চ্যাপ্টার’-এ প্রসেনজিৎ, জিৎ, চিত্রাঙ্গদা সিং, শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে এক পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও।

পরমব্রত চট্টোপাধ্যায় এই সিরিজের আনুষ্ঠানিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, তিনি পুলিশের চরিত্রে অভিনয় করতে করতে ক্লান্ত। সেই সঙ্গে বিরক্তও।

কারণ তাঁর মতে, কেউ যদি তাঁকে আর একবার কোনও পুলিশের চরিত্রে অভিনয় করার জন্য বলেন, তবে তিনি তাঁর নামই বদলে ফেলবেন। কি নাম রাখবেন তাও জানিয়েছেন পরমব্রত।

আরও পড়ুন:- দক্ষিন পূর্ব মধ্য রেলওয়েতে প্রচুর শিক্ষানবিশ নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

অভিনেতা জানিয়েছেন, তিনি ৬০-এর দশকে হিন্দি সিনেমায় চুটিয়ে পুলিশের ভূমিকায় অভিনয় করা ইফতিকার-এর নামে নিজের নাম রাখবেন। পরম থেকে বদলে নিজের নাম ইফতিকার রাখবেন।

প্রসঙ্গত ইফতিকার এমন এক অভিনেতা যাঁকে সিনেমার পর্দায় মানুষ পুলিশ অফিসার হিসাবে দেখেই অভ্যস্ত। তাঁকে দেখলেই চোখের সামনে এক পুলিশ অফিসারের চেহারা ফুটে উঠত।

পরমব্রত পুলিশের চরিত্রে অভিনয় করতে করতে এতটাই ক্লান্ত যে তিনি আর পুলিশের চরিত্রে অভিনয় করতে নারাজ। নাম বদলটা অবশ্য মজা করেই বলেন তিনি। বোঝাতে চান এক পুলিশ অফিসারের চরিত্র করতে করতে তিনি কতটা বিরক্ত।

খাকি: দ্যা বেঙ্গল চ্যাপ্টার নীরজ পাণ্ডের তৈরি এক এমন সিরিজ যেখানে পুলিশ, গ্যাংস্টার ও রাজনীতিবিদের মধ্যে ঘুরপাক খাবে কাহিনি। ওটিটি-তে এই সিনেমা যথেষ্ট নজর কাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। কলকাতাকে পটভূমি করেই তৈরি হয়েছে এই সিরিজ।

আরও পড়ুন:- টানা ১৯ দিন লোকাল সহ প্রচুর ট্রেন বাতিল, জেনে নিন কবে থেকে

আরও পড়ুন:- বন্দুকের লাইসেন্স পেতে খরচ হয় মাত্র ১০০ টাকা! কীভাবে আবেদন করতে হয় জেনে নিন

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন