কেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড ? কারণ জানলে মন প্রফুল্ল হয়ে যাবে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে, যে দেশের মানুষেরা সবথেকে সুখী। অবাক হচ্ছেন? ভাবছেন এমন কোনও দেশ আবার হয় নাকি! সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস’ রিপোর্ট। সেই রিপোর্ট অনুযায়ী, ফিনল্যান্ড গত কয়েক বছর ধরে টানা বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। কিন্তু কেন সেই দেশের মানুষেরা সবথেকে সুখী? জানেন?

ফিনল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বজুড়ে পরিচিত। ফিনল্যান্ডের মানুষেরা প্রকৃতির খুব কাছাকাছি থাকতে পছন্দ করেন। প্রকৃতিতে সময় কাটালে তাঁদের মানসিক শান্তি বাড়ে। এটি তাঁদের সুখের অন্যতম প্রধান কারণ।

ফিনল্যান্ড সরকার নাগরিকদের প্রতি অত্যন্ত যত্নশীল। এখানে উন্নত সামাজিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে। এখানে নাগরিকদের জন্য সবথেকে ভালো স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং বেকারত্বের সুবিধা প্রদান করা হয়। এসব ব্যবস্থা অর্থনৈতিক অনিশ্চয়তার ভয় কমিয়ে আনে।

ফিনল্যান্ডের মানুষের সুখী থাকার আরও একটি বড় কারণ হলো কর্ম-জীবনের মধ্যে ভারসাম্য। এখানে কাজ করার সময়ে অন্যান্য জায়গার তুলনায় কম। এর পাশাপাশি এখানকার মানুষ অনেক ছুটি পান। তাই তাঁরা পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারেন। সেই সঙ্গে এখানকার মানুষ তাঁদের ব্যক্তিগত জীবনকেও উপভোগ করতে পারেন।

ফিনল্যান্ডের মানুষ মানসিক স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন। যাঁরা মানসিক সমস্যায় ভোগেন তাঁদের সাহায্য করার জন্য সেখানে বিভিন্ন পরিষেবা চালু রয়েছে।

ফিনল্যান্ড বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে পরিচিত। এখানে অপরাধের হার খুবই কম। এ ছাড়াও সেখানকার নারীরা সব সময়ে নিজেদের সুরক্ষিত মনে করেন।

লিঙ্গ সমতার কারণে ফিনল্যান্ড অন্যান্য দেশের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে। কর্মক্ষেত্র থেকে শুরু করে সব জায়গায় নারী ও পুরুষদের অংশগ্রহণ এখানে সমানভাবে গ্রহণযোগ্য।

ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থা বিশ্বজুড়ে সুপরিচিত। এখানকার শিক্ষকেরা অত্যন্ত দক্ষ এবং প্রশিক্ষিত। তাঁরা শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সহায়তা করেন।

ফিনল্যান্ড বিশ্বের মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ। দুর্নীতির নিম্ন স্তর সাধারণত নাগরিকদের মধ্যে সুখের মাত্রা বাড়ায়। কারণ জনগণ অনুভব করে তাঁদের সমাজ ন্যায্য এবং ন্যায়সঙ্গত।

আরও পড়ুন:- স্বাস্থ্যসাথী কার্ডে এ বার যুক্ত হল নতুন সুবিধা, বিনামূল্যে মিলবে এই জটিল রোগের চিকিৎসা

আরও পড়ুন:- কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে ১০০০০ টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার। বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন