কেমন ছিল মহাকাশযাপন ? নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন সুনীতা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : গিয়েছিলেন ৯ দিনের জন্য, ফিরেছেন ২৮৬ দিন পর। এতদিনের মহাকাশযাপন (Space mission) কেমন ছিল, এবারে তা সাধারণের সঙ্গে ভাগ করে নিতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। সোমবার ভারতীয় সময় রাত ১২ টায় সাংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন সুনীতা। তুলে ধরবেন তাঁর এতদিনের গল্প। এই খবর সামনে আসতেই অপেক্ষায় প্রহর গুনছেন প্রত্যেকে।

আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে

২০২৪ সালের ৫ জুন সুনীতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছিল বোয়িং স্টারলাইনার। আট দিনের সফরে গিয়েছিলেন তাঁরা। কিন্তু মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে সেখানেই আটকে পড়েন সুনীতারা। তারপর থেকে একাধিক বার তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা হয়েছে। কিন্তু বার বার তা পিছিয়ে গিয়েছে। আট দিনের সফর দীর্ঘায়িত হয়েছে ন’মাসে। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর মাস্ককে সুনীতাদের বিষয়টি দেখার অনুরোধ করেছিলেন। তারপর মহাকাশে স্পেসএক্সের যান পাঠানোর তোড়জোড় শুরু হয়। ১৯ মার্চ ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ (ভারতীয় সময়) তাঁদের নিয়ে স্পেসএক্সের মহাকাশযান ফ্লরিডার সমুদ্রে অবতরণ করে।

তবে পৃথিবীতে তাঁরা ফিরে এলেও নিজেদের পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না মহাকাশচারীরা বলে জানিয়েছিল নাসা। বেশ কয়েক সপ্তাহ ধরে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছিল। অবশেষে আজ রাতে সরাসরি কথা বলবেন সুনীতা। অন্যদিকে, তাঁর বক্তব্য শোনার জন্য মুখিয়ে রয়েছেন ভারতীয়রা (India)।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন