Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কেমন যাবে আজকের দিন ? আজ কি আপনি উন্নতির পথে যাবেন ও আপনার সামনে কি কি বাধা আসতে পারে। রাশিফলের মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন সময়কালের নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। এক নজরে দেখুন ——
১. মেষ —– মানসিক চিন্তা বাড়তে পারে। তবে আপনি আপনার সমস্ত কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পারবেন। কর্মক্ষেত্রে সহযোগীদের পরামর্শকে গুরুত্ব দিন। রেগে কোনো সিদ্ধান্ত নেবেন না।
২. বৃষ —– উচ্চ পদস্থ ব্যাক্তির থেকে আপনি সম্মান পেতে পারেন। জীবনে আত্মবিশ্বাস হারাবেন না। পারিবারিক পরিবেশ মনোরম থাকবে।
৩. মিথুন —– আপনি অবাঞ্চিত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বিদ্যার্থীরা সফল হতে পারেন।
৪. কর্কট —— কাজের মধ্যে দিন কাটবে। মানসিক ক্লান্তি বোধ করতে পারেন। দাম্পত্য সমস্যা সমাধান হতে পারে। সব ব্যাবসায়ীরা সফল হবেন।
৫. সিংহ —— সঞ্চয় না হলেও আয় থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি অনুকূল হবে। পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
৬. কন্যা —— কর্ম ক্ষেত্রে উন্নতির প্রসার ঘটার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে সাফল্য আসবে। বিদ্যার্থীরা সামান্য সমস্যার সম্মুখীন হতে পারেন।
৭. তুলা —– কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আছে। বাড়িতে শুভ অনুষ্ঠান ঘটার সম্ভাবনা রয়েছে। গুপ্ত শত্রূ বাড়তে পারে।
৮. বৃশ্চিক —– কর্ম ব্যস্ততার মধ্যে সারা দিনটি অতিবাহিত হবে। মাঝে মাঝে মানসিক ক্লান্তি অনুভূত হতে পারে।
আরো পড়ুন :- জানুন বাস্তু মতে বাড়িতে কোন গাছ গুলো থাকা অত্যান্ত শুভ
৯. ধনু ——- আপনার আয়ের চেয়ে ব্যায় বাড়তে পারে। স্বাস্থ্য বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
১০. মকর —– নতুন কাজে সফল হবেন। সমস্যা থেকে মুক্তি পাবেন। জমি কেনার দিন নির্ধারিত হতে পারে।
১১. কুম্ব —— অর্থনৈতিক দিক থেকে সফল হবেন। মানসিক ও শারীরিক ক্লান্তি আসতে পারে। ছোটো সমস্যায় পড়তে পারেন।
১২. মীন —– অংশীদারি কারিবারিরা সফলতা পেতে পারেন। বাধা বিঘ্ন থেকে মুক্তি মিলতে পারে।
Highlights
1. কেমন যাবে আজকের দিন ?
#Astro Tips #Horoscope