Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কেমন যাবে আজকের দিন ? রোজ সকালে উঠে নিজের আজকের রাশিফল দেখে নিন সারাদিন সেই ভাবে কাটাতে পারবেন গোটা দিন। বাধা বিঘ্ন থাকলে, তা এড়িয়ে চলুন। মসৃন হবে হবে আপনার জীবন।
এক নজরে রাশিফল —–
মেষ —— পরিবারের সকলের সঙ্গে সুন্দর সময় কাটান। শারীরিক অসুস্থতার জন্য কাজে বাঁধা আসবে। ভাই বোনদের আর্থিক সাহায্য করে, সমস্যায় পড়বেন।
বৃষ —— কাজের জায়গায় প্রশংসিত হবেন। আজকের দিনে ভালোবাসার মানুষের সঙ্গে সিনেমা থিয়েটারে যেতে পারেন।
মিথুন —– না দেখে কোন কাগজে সই করা উচিত নয়। কাজের মধ্যে কাটবে সারা দিন।
কর্কট —– সব কিছু বাদ দিয়ে শরীরের যত্ন নিন। অর্থ সঞ্চয়ের বিষয়ে পিতা মাতার পরামর্শ নিন।
সিংহ —– সকলের সঙ্গে মিলে মিশে থাকলে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। বুঝে শুনে অর্থ ব্যয় করুন। ভালোবাসার মানুষকে আজকের দিনে মিস করবেন।
কন্যা —– অন্য কাউকে ঋণ না দিয়ে কোন দরিদ্র মানুষকে ঋণ দিন, মনের দিকে থেকে স্বস্তি পাবেন। বাচ্চাদের ভাবনার গুরুত্ব দিন।
তুলা —— আজকের সন্ধ্যায় ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। ঋণ দেওয়া অর্থ আজকের দিনে ফেরত পাবেন।
বৃশ্চিক —– আজকে ভালোবাসার আনন্দে ভেসে যাওয়ার দিন। নিজের ব্যবসার কথা অন্যের সঙ্গে শেয়ার না করাই মঙ্গলের।
ধনু —– অন্যদের সঙ্গে খুশির মুহূর্ত ভাগ করে নিন। পরিবারের প্রয়োজনে কিছু গুরুত্বপূর্ণ জিনিস কিনতে হতে পারে।
মকর —- কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে আজকে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে সমস্ত স্মৃতি মনে পড়ে যাবে। কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে।
কুম্ভ —– আজকের দিনে ভালোবাসার মানুষের ভালোবাসার অনুভব করবেন। দূরের যাত্রা ক্লান্তিকর হবে। ব্যস্ত সিডিউলের মধ্যে আপনার শরীর সুস্থ থাকবে আজকে।
আরো পড়ুন :- বাড়ি করার আগে মেনে চলুন কিছু বিষয় ! বিস্তারিত পড়ুন
মীন —– শরীরকে সুস্থ রাখতে ভালো খাবার গ্রহণ করুন। নিমন্ত্রিত ব্যক্তির আগমনে আর্থিক ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন।
#Astro Tips #Horoscope