Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কেমন যাবে মাসের শেষ শনিবার ! জানেন কি কি বিষয়ে আপনাকে একটু বেশি খেয়াল রাখতে হবে আর কোন বিষয় খুব সজহে আপনার হাতের মুঠোয় চলে আসবে। প্রতি রাশির বিষয় আছে সেটা জানতে রাশিফল দেখে নিজের রাশির সঙ্গে মিলিয়ে দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে।
১. মেষ :- সাধু ব্যক্তির আশির্বাদ আপনার মনে শান্তি এনে দেবে। বহু দিন ধরে ভেবে রাখা কাজ সময়ে শেষ করুন। বাড়ির কাজে সময় দিন।
২. বৃষ :- শরীর সুস্থ রাখতে অতিরিক্ত খাওয়া দাওয়া এড়িয়ে চলুন। সময় থাকলে পছন্দমত কাজ করতে পারবেন না। সংসারের প্রয়োজনে গুরুত্বপূর্ণ জিনিস কিনলে আর্থিক দিক থেকে দুর্বল হতে পারেন।
৩. মিথুন :- বন্ধু ও পরিবারের মানুষদের সাথে সুন্দর একটি ভ্রমণে যেতে পারেন। সব কিছু ভুলে গিয়ে স্ত্রীকে ক্ষমা করে দিন। আজ আর্থিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠবেন।
৪. কর্কট :- ব্যবসায়ীরা ব্যবসায় লাভবান হতে পারেন। আজকের দিনে বিবাহিত জীবন সুখের হবে।
৫. সিংহ :- আপনি খুবই আনন্দে থাকবেন। অফিসের বস আপনার প্রশংসা করবেন। কাউকে অর্থ ধার দিয়ে থাকলে, আজকের দিনে তা ফেরত পাবেন।
৬. কন্যা :- কাজের ফাঁকে কিছুটা বিশ্রাম নিয়ে নিন। বড়দের থেকে অর্থ ব্যয় এবং সঞ্চয়ের বিষয়ে পরামর্শ নিন।
৭. তুলা :- আপনি আরাম করতে পারবেন। ভালোবাসার মানুষের সঙ্গে কিছু সমস্যা হতে পারে। আর্থিক শক্তি মজবুত করতে সঞ্চয়ে মন দিন।
৮. বৃশ্চিক :- শরীরের দিকে খেয়াল রাখুন। পরিবারের ছোট সদস্যকে নিয়ে ঘুরতে যেতে পারেন।
৯. ধনু :- আজকে শরীর সুস্থ থাকবে। বন্ধুদের সঙ্গে সময় নষ্ট না করে পড়াশুনায় মন দিন। অর্থ সঞ্চয়ের দিকে নজর দিন।
আরো পড়ুন :- এই রাশি গুলোর মানুষের সাথে প্রেম হলে সতর্ক থাকুন !
১০. মকর :- মূল্যবান সময় নষ্ট না করাই ভালো। বিনিয়োগ করতে পারেন আজকের দিনে। তবে ভালো করে বিবেচনা করে নেবেন।
১১. কুম্ভ :- ট্যাক্স ফাঁকি দিলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। এছাড়াও আত্মীয়দের সঙ্গে কিছুটা সময় কাটান।
১২. মীন :- অযথা ঝামেলায় না জড়িয়ে মানিয়ে নিয়ে থাকুন। গাড়ি চালানোর সময় খেয়াল রাখুন।
Highlights
1. কেমন যাবে মাসের শেষ শনিবার !
#Astro Tips #Horoscope