Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফুটবল খেলার মাঠে আতশবাজি বিস্ফোরণ। কেরালার মালাপাপুরমের আরিকোডের ওই ঘটনা আহত হয়েছেন অন্তত ৩০ জন। পুলিশ জানিয়েছে, সেখানকার ফুটবল মাঠে ওই বিস্ফোরণ হয়।
আরিকোডের পুলিশ জানিয়েছে, সেখানকার থেরাট্টাম্মলের ওই মাঠে একটা ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার ওই খেলা শুরুর আগে আতশবাজি পোড়ানো হচ্ছিল। সেই সময়েই ওই ঘটনা ঘটে। ওই খেলা দেখার জন্য দর্শকরা বসেছিলেন। সেই দিকেই আগুন ছুটে যায়। তার জেরেই আহত হয়েছেন অন্তত ৩০ জন। ওই ঘটনায় আহতদের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। এই ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলেও জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:- মানুষ থেকে কুকুর হয়েছিলেন, এখন সেটাই ব্যবসা তাঁর, ব্যাপারটা কি জানতে বিস্তারিত পড়ুন
জানা গিয়েছে, মঙ্গলবার ছিল ওই ফুটবল খেলা প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। স্থানীয় দুটি দলের মধ্যে ওই খেলা ছিল। খেলা শুরুর আগে মাঠের মাঝখানে আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়। যদিও এই আতশবাজি প্রদর্শনীর কোনও অনুমতি ছিল না বলে জানা গিয়েছে। কী ভাবে সেখানে আতশবাজি প্রদর্শনী এবং বিস্ফোরণ হয় তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।